ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তিনি ঠান্ডা মাথার এক ক্রিকেটার। ক্রিকেট মাঠে সবসময়ই মস্তিস্ক ঠান্ডা রেখে খেলে যাচ্ছেন। কিন্তু ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ভুল করলেন মাহমুদউল্লাহ রিয়াদ। মাথা গরম করার মাশুলও দিতে হল বাংলাদেশের এই তারকা ক্রিকেটারকে। আইসিসির আচরণবিধি ভাঙার দায়ে শাস্তি পেয়েছেন তিনি। একই ম্যাচে শনিবার বোলিংয়ের সময় অশালীন ভাষা ব্যবহার করে শাস্তি পেলেন ট্রেন্ট বোল্টও।
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আউট হয়ে মাঠ ছাড়ার সময় ভুল করেন রিয়াদ। ৮ বলে ৭ রান করে ফেরার সময় হতাশা প্রকাশ করতে বাউন্ডারির সীমানা প্রাচীরে ব্যাট দিয়ে আঘাত করেন তিনি। যাতে প্রাচীর ক্ষতিগ্রস্ত হয়। যা চোখে পড়ে আইসিসির ম্যাচ রেফারির।
আইসিসির নীতিমালার ২.২ এ বলা আছে- আন্তর্জাতিক ম্যাচ চলাকালে কোনো ক্রিকেটার ক্রিকেট সরঞ্জাম বা কাপড়, মাঠের সরঞ্জাম বা কোনো ব্যানার নষ্ট করতে পারবে না। এই ভুলের কারণে ম্যাচ ফির ১০ শতাংশ কাটা হয়েছে।
কিউই বোলার ট্রেন্ট বোল্ট ২.৩ ধারা ভাঙ্গেন। যেখানে আন্তর্জাতিক ম্যাচে কোনো বাজে শব্দ ব্যবহার করার ব্যাপারে সতর্ক করা হয়েছে।
নিজেদের দোষ স্বীকার করে নিয়েছেন মাহমুদউল্লাহ ও বোল্ট। এ কারণে শুনানির প্রয়োজন হয়নি।
Discussion about this post