হারারে টেস্টে জিততে পারে যেকোনো দলই। শেষ দিনে শনিবার জিততে পাকিস্তানের দরকার ১০৬ রান। আর জিম্বাবুয়ের ৫ উইকেট। পাকিস্তান তাকিয়ে অধিনায়ক মিসবাহ-উল হকের দিকে। ২৬ রানে অপরাজিত রয়েছেন তিনি। উইকেটকিপার আদনান আকমল ১৭ রান নিয়ে তার সঙ্গী।
এর আগে ছয় উইকেটে ১২১ রান নিয়ে চতুর্থ দিন খেলতে নেমেছিলেন অধিনায়ক ব্রেন্ডন টেলর ও ভুসি সিবান্দা। মনে হয়েছিল ভালোই এগুবেন তারা। কিন্তু ১০ রান করার পর সিবান্দা ফেরেন রাহাত আলির বলে। আগের দিনের সঙ্গে ৭৮ রান যোগ করতে বাকি ৬ উইকেট হারাতে হয় জিম্বাবুয়েকে। বাঁহাতি পেসার রাহাত নিয়েছেন ৫ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর: জিম্বাবুয়ে : প্রথম ইনিংস ২৯৪/১০ ও দ্বিতীয় ইনিংস ১৯৯/১০ (মায়ো ৫২, মাসাকাদজা ৪৪, টেলর ২৭, মুতুম্বামি ২৯, রেহমান ২/৪০, রাহাত ৫/৫২, আজমল ২/৫৬)। পাকিস্তান : প্রথম ইনিংস ২৩০/১০ ও দ্বিতীয় ইনিংস ১৫৮/৫ (খুররম মনজুর ৫৪, হাফিজ ১৬, ইউনুস ২৯, আসাদ ১৪, মিসবাহ ২৬*, আদনান ১৭*; চাতারা ২/২৯, উতসেয়া ২/৪০)।
Discussion about this post