ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগের দিনই রোমাঞ্চ ছড়িয়েছিল! অনেকেই দুই তামিমের ব্যাটিং দেখতে উৎসাহী ছিলেন। কিন্তু তানজিদ হাসান তামিমের সঙ্গে বিসিবি প্রেসিডেন্ট’স কাপে জুটি জমেনি তামিম ইকবালের। এমন কী তিন দলীয় এই টুর্নামেন্টে ব্যাট হাতে তেমন কিছুই করতে পারেনি তামিম একাদশ।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মাহমুদউল্লাহ রিয়াদ একাদশের বিপক্ষে তামিম একাদশ ২৩.১ ওভারে অলআউট হয়ে তুলেছে মাত্র ১০৩ রান।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে উইকেটে বাউন্স ছিল। বৃষ্টিতে লম্বা সময় খেলা বন্ধ থাকায় ম্যাচ হয়ে যায় ৪৭ ওভারে। এরমধ্যে
টস হেরে আগে ব্যাটিং করা তামিম একাদশ শুরুতেই পথ হারায়। সাতমাস পর খেলতে নেমে শুরুতেই বিদায় নেন অধিনায়ক তামিম। পেসার রুবেল হোসেনের ভেতরে ঢোকা বলে তামিম এলবিডব্লু হন ২ রানে। ওপেনিং জুটি ভাঙে ৪ রানে।
তবে আরেক তামিম মানে তানজিদ হাসান কিছুটা সময় লড়লেন। তার ব্যাট থেকে এসেছে ২৭ রান।
এরপর রুবেলের তোপে কোণঠাসা হয়ে যায় তামিম একাদশ। সঙ্গে দাপট ছিল তরুণ পেসার সুমন খানের। ৬৮ রানে তামিম একাদশ ৬ উইকেট হারায়। যারমধ্যে রুবেল আর সুমন নেন তিনটি করে। রুবেল ৫ ওভারে ১৬ রানে নেন ৩ উইকেট। সুমন সমান ওভারে ৩১ রানে ৩ উইকেট।
বাবা হওয়ার পর সুখবর নিয়ে মাঠে নামা মেহেদি হাসান মিরাজও মন্দ বল করলেন না। নেন ২ উইকেট। লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব ৩ ওভারে তুলেছেন ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
তামিম একাদশ: ২৩.১ ওভারে ১০৩ (তামিম ২, তানজিদ ২৭, এনামুল ২৫, মিঠুন ০, শাহাদাত ১, মোসাদ্দেক ৫, সাইফ উদ্দিন ১২, মেহেদি ১৯, তাইজুল ১, শরিফুল ৪, মুস্তাফিজ ০; ইবাদত ৬-০-৩৬-০, রুবেল ৫-০-১৬-৩, সুমন ৫-০-৩১-৩, মিরাজ ৪.১-২-২-২, আমিনুল ৩-০-১৭-২)।
Discussion about this post