ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শুরুর সঙ্গে শেষের এতো অমিল! বৃষ্টিতে দু’দিন খেলা পরিত্যক্ত হয়েছিল। রোববার ওয়েলিটংটন টেস্ট শুরু হতেই দাপট বাংলাদেশের নিউজিল্যান্ডের বোলারদের দেখে-শুনে খেলে দারুণ সূচনা এনে দেন তামিম ইকবাল ও সাদমান ইসলাম। সিরিজের প্রথম টেস্টের মতো এখানেও গড়েন হাফসেঞ্চুরি ছাড়ানো ওপেনিং জুটি। কিন্তু এরপরই পথ হারায় দল। এক পর্যায়ে টাইগারদের ১ম ইনিংসে রান ছিল ১ উইকেটে ১১৯। লাঞ্চের সময় ৩ উইকেটে ১২৭। এই ধরটাই দ্বিতীয় সেশনেই বাকী ৭ উইকেট হারিয়ে ফেলে।
বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট ২১১ রানে। নিল ওয়েগানার তুলেছেন চার উইকেট। রোববার তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ড তুলেছে ২ উইকেটে ৩৮।
এর আগে সকালে তামিম ইকবাল ও সাদমান ইসলাম স্রোতের বিপরীতে দুর্দান্ত ব্যাটিং করেছেন। প্রতিপক্ষের ছক উল্টে দিয়ে দারুণ লড়েছেন দু’জন। নিউজিল্যান্ডের বিপক্ষে বিরল কীর্তি গড়লেন দুই ওপেনার তামিম ইকবাল ও সাদমান ইসলাম। টানা তিন ইনিংসে অর্ধশত রানের উদ্বোধনী জুটি পেলো বাংলাদেশ। হ্যামিল্টন টেস্টে ৫৭ ও ৮৮ রানের জুটির পর রোববার ওয়েলিংটনে ৭৫ রানের জুটি। নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে সফরকারী কোনো দলের উদ্বোধনী জুটিতে টানা তিন অর্ধশত রানের জুটি এবার নিয়ে দেখা গেল মাত্র দ্বিতীয়বার।
দক্ষিণ আফ্রিকা ১৯৯৯ সালে গ্যারি কারস্টেন ও হার্শেল গিবসের উদ্বোধনী জুটিতে টানা তিন ইনিংসে পেয়েছিল ৭৬, ১২৭ ও ৭৩ রান।
রোববার সম্ভাবনা জাগিয়ে সাদমানকে ফিরেন ২৭ রানে। তামিম এরপরও দাপটে লড়ে যান। তবে যোগ সঙ্গীর দেখা পান নি এই ওপেনার। এরমধ্যে ১০ চারে ১১৪ বলে ৭৪ রানের ইনিংস খেলে ফেরেন এই অভিজ্ঞ তারকা ক্রিকেটার।
শেষ দিকে লিটন করেন ৩৩ রান। আর ৫ রানের মধ্যে শেষ ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ চা বিরতির আগেই অলআউট।
এরপর ভালই শুরু করেছে বাংলাতেশের বোলাররা। আবু জায়েদ রাহি ও ইবাদত হোসেন লাইন-লেংথ ও সুইংয়ে চেপে ধরেন জিত রাভাল ও টম ল্যাথামকে। দুই কিউই ওপেনারকেই ফেরান আবু জায়েদ। তার দাপটের সময়ই ফের নেমে আসে বৃষ্টি। ২৫.২ ওভার আগেই শেষ দিনের খেলা।
সোমবার কি জবাব দিতে পারবে টাইগার বোলাররা?
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ৬১ ওভারে ২১১ (তামিম ৭৪, সাদমান ২৭, মুমিনুল ১৫, মিঠুন ৩, সৌম্য ২০, মাহমুদউল্লাহ ১৩, লিটন ৩৩, তাইজুল ৮, মুস্তাফিজ ০, আবু জায়েদ ৪, ইবাদত ০*; বোল্ট ১১-৩-৩৮-৩, সাউদি ১৫-২-৫২-১, ডি গ্র্যান্ডহোম ৭-০-১৫-১, হেনরি ১৫-০-৬৭-১, ওয়েগনার ১৩-৪-২৮-৪)।
নিউজিল্যান্ড: ১১.২ ওভারে ৩৮/২ (রাভাল ৩, ল্যাথাম ৪, উইলিয়ামসন ১০*, টেলর ১৯*; আবু জায়েদ ৬-২-১৮-২, ইবাদত, ৫.৪-২-১৮-০)।
Discussion about this post