ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দুই সাবেক চ্যাম্পিয়নের লড়াই জমে উঠার মঞ্চ তৈরি। কারণ রংপুরকে বেশ জবাব দিচ্ছে খুলনা। জাতীয় ক্রিকেট লিগে প্রথমবারের মতো নেমেই ইমরানউজ্জামান পেয়েছেন হাফসেঞ্চুরি। কথা বলেছে রবিউল ইসলাম রবির ব্যাটও। তাদের শতরানের জুটিতে বড় সংগ্রহের পথে খুলনা বিভাগীয় দল
শনিবার তৃতীয় দিন শেষে প্রথম স্তরের ম্যাচে ৩ উইকেটে ১৯২ রান করেছে খুলনা। ৭ উইকেট হাতে নিয়ে ৩৫ রানে পিছিয়ে রয়েছে তারা। ২৭ রানে ইমরুল কায়েস ও ৭ রানে অপরাজিত সৌম্য সরকার।
তারও আগে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ৫ উইকেটে ১৬৯ রান নিয়ে দিন শুরু করে রংপুর। কিন্তু ২২৭ রানে অলআউট হয়ে যায় তারা। অবশ্য ম্যাচের যা ইঙ্গিত তাতে ড্রয়ের পথেই আছে। কারণ প্রথম দিন ভেসে গিয়েছিল বৃষ্টিতে। দ্বিতীয় দিনে খেলা শুরু হয় পৌনে দুই ঘণ্টা দেরিতে।
সংক্ষিপ্ত স্কোর-
রংপুর ১ম ইনিংস: (আগের দিন ১৬৯/৫) ১০০.১ ওভারে ২২৭ (তানবীর ৬৪, শুভ ৫০; আল আমিন ২৩-১০-৪৯-২, রুবেল ১৮-৫-৪৭-২, জিয়া ৩-১-৪-০, রাজ্জাক ৩২-৬-৮১-৪, সৌম্য ১১.১-৭-৭-১, নাহিদুল ৯-১-২৫-০, মইনুল ৪-১-১৩-১)
খুলনা ১ম ইনিংস: ৬৭ ওভারে ১৯২/৩ (রবিউল ৭৬, ইমরান ৭১, ইমরুল ২৭*, তুষার ২, সৌম্য ৭*; শুভাশিস ৯-৩-৩০-০, রবিউল ১৫-৪-৪৫-১, শুভ ১১-২-২৬-০, সাজেদুল ৯-৪-২১-০, আলাউদ্দিন ৬-০-৩১-০, তানবীর ৭-০-২৩-১, মাহমুদুল ৬-১-৯-১)
Discussion about this post