শিরোনাম দেখে চমকে উঠার কিছু নেই। রীতিমতো ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। পুরুষ আর নারী ক্রিকেটের জনপ্রিয়তা আকাশ-পাতাল হলেও এবার পারিশ্রমিকে সাম্যতা নিয়ে এসেছে তারা। তাদের নতুন কেন্দ্রীয় চুক্তিতে ছেলে ও মেয়ে ক্রিকেটারদের ম্যাচ ফি রাখা হয়েছে একই সমান। শুধু আন্তর্জাতিক ক্রিকেটে নয়, ঘরোয়া ক্রিকেটেও ম্যাচ ফি সমান করেছে তারা।
আগামী ১ আগস্ট থেকেই সব ঠিক থাকলে ৫ বছরের নতুন এই চুক্তি কার্যকর হবে। সব ক্রিকেট খেলুড়ে দেশ মিলিয়ে ইতিহাসে প্রথমবার প্রথম নারী ও পুরুষ ক্রিকেটারদের যৌথভাবে একই চুক্তিতে রাখা হয়েছে। লিঙ্গ সমতা বিশেষজ্ঞদের নিয়ে গড়া কমিটি তৈরি নতুন এই পারিশ্রমিকের কাঠামো করেছে।
নতুন এই সিদ্ধান্তের পর টেস্টে নিউজিল্যান্ডের দুই দলের ম্যাচ ফি হচ্ছে ১০ হাজার ২৫০ নিউজিল্যান্ড ডলার। ওয়ানডেতে ৪ হাজার ডলার ও টি-টুয়েন্টিতে আড়াই হাজার ডলার। ঘরোয়া পর্যায়ে ফর্ড ট্রফি কিংবা হ্যালি বার্টন জনস্টন শিল্ডের ম্যাচ খেলে ক্রিকেটাররা পাবেন ৮০০ নিউজিল্যান্ড ডলার। সুপার স্ম্যাশে ৫৭৫ ডলার। প্লাঙ্কেট শিল্ডের ম্যাচে ১৭৫০ ডলার।
কিউই বোর্ডের চুক্তিতে শীর্ষ ক্যাটেগরিতে থাকা একজন নারী ক্রিকেটার বছরে ১ লাখ ৬৩ হাজার ২৪৬ ডলার আয় করতে পারবেন। অথচ আগে যা ছিল সর্বোচ্চ ৮৩ হাজার ৪৩২ ডলার। নবম ক্যাটেগরিতে থাকা নারী ক্রিকেটার বছরে আয় করতে পারবেন ১ লাখ ৪৮ হাজার ৯৪৬ ডলার। এটি আগে যা ছিল সর্বোচ্চ ৬৬ হাজার ২৬৬ ডলার। সপ্তদশ ক্যাটেগরিতে থাকা ক্রিকেটারদের আয় হবে এক লাখ ৪২ হাজার ৩৪৬ ডলার। এখানে আগে যা ছিল সর্বোচ্চ ৬২ হাজার ৮৩৩ ডলার।
ডমেস্টিক ক্রিকেট খেলে নিউজিল্যান্ডের শীর্ষস্থানীয় নারী ক্রিকেটারদের আয় হবে সর্বোচ্চ ১৯ হাজার ১৪৬ নিউজিল্যান্ড ডলার। আগে যা ছিল ৩ হাজার ৪২৩ ডলার।
কিউই বোর্ড শুধু পারিশ্রমিকই নয়, ভ্রমণ, আবাসন, ট্রেনিংসহ অন্যান্য সুযোগ-সুবিধাতেও ছেলে ও মেয়ে ক্রিকেটারদের একই মান নিশ্চিত করা হয়েছে নতুন এই চুক্তিতে। সঙ্গে গর্ভকালীন ও মাতৃত্বকালীন সুযোগ-সুবিধাও রেখেছে নতুন চুক্তিতে।
Discussion about this post