এমন একটা জয়ের প্রতীক্ষাতেই ছিল গোটা বাংলাদেশ। রান পাহাড় টপকে স্মরণীয় এক মূহুর্ত! জয়ের নায়ক ৩৫ বলে ৭২ রান করা মুশফিকুর রহীম। শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া ৫ উইকেটের দুর্দান্ত জয় এই ব্যাটসম্যান উৎসর্গ করলেন তার ৩৫ দিন বয়সী ছেলেকে। মাঠ ছাড়ার সময় টিভি উপস্থাপকের সঙ্গে এ কথা জানান তিনি।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শনিবার জয়ের পর মুশি বলেন ‘আমাদের একটি জয় খুবই দরকার ছিল। ব্যাটসম্যানদের কৃতিত্ব দিতে হবে। শেষ পর্যন্ত তারা স্নায়ুচাপের মধ্যেই লড়াই করে গেছে। লিটন ও তামিম আমাদের জন্য যে ভিত গড়ে দিয়ে গেছে। এটা ব্যাটিং উইকেট ছিল। আর আমি এ ইনিংসটি আমার ৩৫ দিন বয়সী ছেলেকে উৎসর্গ করলাম। আসলে দিন শেষে জয়টাই গুরুত্বপূর্ণ।’
গত ৫ ফেব্রুয়ারি সকালে মুশফিকের ছেলে জন্ম নেয়। এক সপ্তাহ পর তিনি ছেলের নাম রাখেন শাহরোজ রহিম মায়ান।
হারের বৃত্তে থাকা বাংলাদেশ রোববার অবিস্মরণীয় এক জয় পায়। নিদহাস ট্রফির ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে স্বাগতিক শ্রীলঙ্কা তুলে ২১৪ রান। জবাব দিতে নেমে ২ বল বাকী থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা।
Discussion about this post