বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর থেকেই তারা ছিলেন ছুটির আমেজে। সেই ছুটি শেষে আবারো প্রিয় ভুবনে ফিরছেন ক্রিকেটাররা। সোমবারই শেষ হচ্ছে তাদের আনন্দ অবসর। নতুন বছরের শুরুতেই আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত হয়ে পড়বে বাংলাদেশ। তার অংশ হিসেবেই মঙ্গলবার মিরপুরে অনুশীলন ক্যাম্পে ফিরছেন মাশরাফি বিন মুর্তজারা-সাকিব আল হাসানরা। তার আগেই আসন্ন ত্রি-দেশিয় ও শ্রীলঙ্কা সিরিজের জন্য প্রাথমিক দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব মিলিয়ে হোম অব ক্রিকেট আবারও ফিরছে প্রাণচাঞ্চল্য।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হওয়ার পরপরই ক্রিকেটারদের বেশ কয়েকদিনের ছুটি দিয়েছিল বিসিবি। এরইমধ্যে কেউ সময় কাটিয়েছেন দেশের বাইরে। কেউবা আবার পরিবারের সঙ্গে ছিলেন দেশে। যদিও এরইমধ্যে জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটার নিজেদের ঝালিয়ে নিয়েছেন জাতীয় লিগের শেষ রাউন্ডে। তারপরও আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার থেকে ছুটি শেষে ব্যাট-বল হাতে মাঠে নামছেন মুশফিকুর রহিম-মাহমুদউল্লা রিয়াদরা।
এরমধ্যে সোমবারই মিরপুরে দেখা মেলে মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহসহ বেশ কয়েকজন ক্রিকেটাররা। ব্যক্তিগত উদ্যেগে তারা বেশ কিছুটা সময় জিমে কাটান। নিজেদের ফিটনেস নিয়ে কাজ করেছেন।
আসন্ন সিরিজে সুযোগ পেতে হলে সবার আগে ক্রিকেটারদের দিতে শতভাগ ফিটনেস পরীক্ষা। সেখানে উত্তীর্ণ হলে তবেই তারা পরের ধাপ অর্থাৎ স্কিল ট্রেনিংয়ের জন্য বিবেচিত হবেন। তা না হলে ফিটনেস নিয়েই পড়তে হবে। তাইতো ক্যাম্প শুরু হওয়ার আগে নিজেদের ফিটনেস নিয়ে সচেতন সবাই।
শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ এবং শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টুয়েন্টি সিরিজের জন্য ডাক পাওয়া ৩২ ক্রিকেটার মঙ্গলবার সকাল ৯টায় মিরপুর শেরই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রিপোর্ট করবেন। এরপরই ক্যাম্পে যোগ দেবেন তারা। যদিও আসন্ন সিরিজে প্রধান কোচ পাচ্ছে না টাইগাররা। তারপরও ম্যানেজমেন্টের দায়িত্ব যারা রয়েছেন, তাদেরকে নিয়েই খুশি স্বাগতিকরা।
বাংলাদেশ প্রাথমিক দল:
তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, এনামুল হক, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, সাদমান ইসলাম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, আবু হায়দার, আবু জায়েদ, শুভাশিস রায় চৌধুরী, রুবেল হোসেন, আবুল হাসান, কামরুল ইসলাম রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, সানজামুল ইসলাম, আরিফুল হক, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন।
Discussion about this post