ক্রিকবিডি২৪.রিপোর্ট কম
ছুটি শেষে শনিবার চেনা পরিবেশে ফিরেছেন সাকিব আল হাসান। এদিন এ বাঁহাতি মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে টাইগারদের কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিয়ে ব্যাটিং ঝালিয়ে নেন।
অনুশীলনে যোগ দেয়ার আগে শনিবার নতুন কোচদের সঙ্গে পরিচয় পর্ব সেরে নেন সাকিব। পরে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানের কক্ষে নির্বাচক, কোচদের সঙ্গে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ও ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ নিয়ে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় অংশ নেন অধিনায়ক।
গেল বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত খেলেছিলেন সাকিব। টাইগারদের তিনটি ম্যাচ জয়েও দিয়েছিলেন সামনে নেতৃত্ব। হয়তো টানা খেলার কারণে এ বাঁহাতি হয়েছিলেন ক্লান্ত। যে কারণে বোর্ডের কাছ থেকে নিয়েছিলেন ছুটি। এ সময়ে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটান। এরপর হজ করতে যান মক্কায়। সেখান থেকে দেশে ফিরে আবার যুক্তরাষ্ট্রে যান তিনি। শুক্রবার রাতে দেশে ফেরেনি এ বাঁহাতি। শনিবার আবার যোগ দেন অনুশীলনে।
সাকিবের মাঠে ফেরা প্রসঙ্গে শনিবার বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘অধিনায়ক রাত তিনটায় দেশে পৌঁছে সকালে অনুশীলনে এসেছে, এটা খুব ইতিবাচক। সামনেই সিরিজ সেটা নিয়ে আমরা আলাপ-আলোচনা করলাম। খুবই ভালো আলোচনা হয়েছে। এটা আমরা ধারাবাহিকভাবে চালিয়ে যাব। কোচ-অধিনায়ক-নির্বাচকরা ছিলেন। পরিচয় পর্ব হলো। কীভাবে কাজ করবো তা ঠিক করে ফেললাম। কীভাবে দেশে-বিদেশে ভালো করা যায়। কোচ-অধিনায়কের কী চাহিদা থাকবে, নির্বাচকদের কী ভূমিকা থাকবে। আমি কী করতে পারি। এসব নিয়ে কথা হয়েছে।’
Discussion about this post