সামনেই ফের ব্যস্ত সূচি। সব ঠিক থাকলে আগামী ১ মে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। সেই সিরিজের আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ক্যাম্প হবে টাইগারদের। বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানালেন এই তথ্য।
মিরপুরে সোমবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জালাল। সেই আলাপাচারিতায় জানান, আইপিএলের জন্য লিটনকে দুই দিন বেশি ছুটি দেওয়া হয়েছে।
জালাল ইউনুস বলেন, ‘ঈদের পর সিলেটে একটি ছোট ক্যাম্প হবে। দু-তিন দিনের। ১ মে দেশ ছাড়বে দল। ২ তারিখ সেখানে পৌঁছাবে দল। মুস্তাফিজ সঠিক সময়ে পৌঁছাবে। লিটন দুই দিন বেশি ছুটি চেয়েছে। সেটা আমরা অনুমোদন করেছি। ৫ তারিখ দলের সঙ্গে যোগ দেবে ও।’
চেমসফোর্ডে এসেক্স কাউন্টি গ্রাউন্ডের কাছেই দল হোটেলে অথাকবে। জালাল ইউনুস বলেন, ‘লন্ডন থেকে এক ঘণ্টার দূরত্ব চেমসফোর্ড। আমরা চেমসফোর্ডে মাঠের কাছেই থাকব।’
আয়ারল্যান্ডের বিপক্ষে চেমসফোর্ডে সিরিজের ম্যাচ তিনটি হবে ৯, ১২ ও ১৪ মে। এই সফরের দলে আছেন নতুন মুখ। প্রথমবার দলে সুযোগ পেলেন বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরি।
বাংলাদেশ ওয়ানডে দল
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরি, তাইজুল ইসলাম, তাওহিদ হৃদয়, রনি তালুকদার, ইয়াসির আলি চৌধুরি, শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরি।
নতুন মুখ: মৃত্যুঞ্জয় চৌধুরি
বিশ্রাম: তাসকিন আহমেদ
বাদ: নাসুম আহমেদ
দলে ফিরলেন: শরিফুল ইসলাম, তাইজুল আহমেদ
Discussion about this post