আগেই মৌখিকভাবে তিনি জানিয়ে রেখেছিলেন। এবার সেটা প্রকাশ্যে এসেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে বিশ্রাম নিতে চান সাকিব আল হাসান। মৌখিকভাবে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসের কাছ থেকে ছুটি চয়েছেন এই তারকা ক্রিকেটার। তার ছুটি মঞ্জুর হয়েছে কি না এনিয়ে অবশ্য এখনো সরাসরি কিছু বলেনি বিসিবি।
তবে এটা অনেকটাই বলা যায় উইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজে নাও দেখা যেতে পারে সাকিবকে। ৩ ম্যাচের সিরিজটি থেকে এই অলরাউন্ডার ছুটি চেয়েছেন বলে জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। যদিও সফরে তিন ফরম্যাটের দলেই আছেন সাকিব।
ক্যারিবীয় সফরে দুই টেস্টের সিরিজে হেরেছে বাংলাদেশ। যেখানে দলকে নেতৃত্ব দিয়েছেন সাকিব। এবার তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। ক্যারিবীয়দের বিপক্ষে ২ ও ৩ জুলাই প্রথম দুই টি-টোয়েন্টি হবে ডমিনিকায়। ৭ জুলাই গায়ানায় অনুষ্ঠিত হবে শেষ টি-টুয়েন্টি। তারপর ওয়ানডে সিরিজ।
তার আগে মিরপুরে বিসিবি কার্যালয়ে বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন জানালেন, ওয়ানডে সিরিজে না খেলার কথা দেশে থাকতেই বলে গেছেন সাকিব। তিনি বলেন, ‘সাকিবের সঙ্গে ওরকমভাবে আমার কথা হয়নি। সাকিব যাওয়ার আগে যে বিষয়টি জানতাম, আমার সঙ্গে না। অন্যদের থেকে জেনেছি, ও টেস্ট খেলবে না। ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। তারপর আমার সঙ্গে যখন এটা নিয়ে বসল, তখন বলল টেস্ট খেলবে। খেললও এবং ওকে অধিনায়ক করা হলো। আমি এটা শুনেছি, ও জালাল ভাইকে বলেছে, ওয়ানডে সিরিজ নাও খেলতে পারে। আগেই বলে গেছে। ও এখন পর্যন্ত বোর্ডে আর এটা নিয়ে কথা বলেনি। আজ-কাল ওর সঙ্গে কথা বললেই আমি বুঝতে পারব। আনুষ্ঠানিকভাবে বোর্ডকে কিছু বলেনি। তবে ওটা আনুষ্ঠানিক ধরতেও পারেন। ও মৌখিকভাবে বলেছে জালাল ভাইকে।’
ছুটি কি পাচ্ছেন সাকিব? উত্তরে বেশ কৌশলী পাপন। বলেন, ‘দেখি, আসলে অবস্থাটা একটু বুঝে নিই।’
আগামী ১০, ১৩ ও ১৬ জুলাই হবে ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি। অবশ্য এই সিরিজ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ নয়।
Discussion about this post