টেলিভিশন যারা নিয়মিত দেখেন তাদের নিশ্চয়ই চোখ এড়ায়নি বিজ্ঞাপনটা। বছর খানেক আগের বিজ্ঞাপনটা করেছিলাম আমি। ওই যে অনুশীলনের ফাঁকে চিৎকার করে সবাইকে বলছি- ‘কাম অন বয়েজ, কাম অন…।’ এরপর শিষ্যদের নিয়ে জুসে গলা ভেজানো। সঙ্গে বিজ্ঞাপনের চটকদার সব কথাবার্তা! মনে পড়েছে নিশ্চয়ই। দেখুন- ক্লান্তি কাটাতে জুস। আর ছুটি কাটাতে? আমি বলবো- কক্সবাজার।
সময় পেলেই আমি কক্সবাজারেই সেখানে ছুটে যাই। এনিয়ে আমার স্ত্রী প্রায়ই রাগ করে বলে, ‘কেন, তোমার কি আর অন্য কোনো জায়গা পছন্দ হয় না?’ কিন্তু আমি শুধু মুচকি হাসি। আসলে দীর্ঘতম ওই সমুদ্রসৈকত দারুণ লাগে আমার। চেনা মানুষদের উচ্ছাস দেখতেও ভাল রাগে। গেলেই সন্তানদের নিয়ে পানিতে নেমে পড়ি আমি। ওয়াটার স্কুটারে গতির ঝড় তুলি।
যদিও ছুটি কাটাতে আরেকটা জায়গা আমার বেশ পছন্দের। সেটা অবশ্য দেশে নয়। নিউজিল্যান্ডের কুইন্সল্যান্ডের সৌন্দর্য চোখে লেগে আছে আমার। ইচ্ছে আছে লম্বা একটা সময় নিয়ে সেখানে চলে যাবো। কিন্তু আমাদের এই যাপিত জীবনে অবসরই যে মিলছে না। ছুটির ফাদে পড়ার সময় সময় কোথায়?
সুমননামা
পুরো নাম: কাজী হাবিবুল বাশার সুমন
জন্মস্থান :নাগাকান্দা, কুষ্টিয়া
জন্ম তারিখ :১৭ আগস্ট, ১৯৭২
ডাকনাম: সুমন
প্রিয় জায়গা :কক্সবাজার কুইন্সল্যান্ড
প্রিয় খাবার: খিুচড়ি ও গরুর মাংস
ঘৃণা করি: ভন্ডামি
প্রিয় ফুল: কৃষ্ণচূড়া
প্রিয় মানুষ: বাবা
প্রিয় রং: যে কোনো উজ্জ্বল রং
উচ্চতা: ৫ ফুট ১০ ইঞ্চি
ব্যাটিংস্টাইল: ডানহাতি
টেস্ট অভিষেক: প্রতিপক্ষ ভারত, বঙ্গবন্ধু, ২০০০
টেস্টে সর্বোচ্চ রান: ১১৩, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ২০০৪
ওয়ানডে অভিষেক: প্রতিপক্ষ শ্রীলঙ্কা, শারজা, ১৯৯৫
ওয়ানডেতে সর্বোচ্চ রান: ৭৮, প্রতিপক্ষ জিম্বাবুয়ে, ২০০৭
টেস্ট: ৫০; রান : ৩০২৬
ওয়ানডে: ১১১; রান: ২১৬৮
আন্তজার্তিক ক্রিকেট থেকে অবসর : ২০০৮
Discussion about this post