ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আপাতত ক্রিকেট মাঠের ব্যস্ততা নেই। তাইতো পরিবারের সবাইকে নিয়ে এখন যুক্তরাস্ট্র ভ্রমণে রয়েছেন মাশরাফি বিন মর্তুজা। ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজ শেষ করে দেশে ফিরেন নি তিনি। ওয়ানডে অধিনায়ক এরপরই চলে যান মার্কিন যুক্তরাষ্ট্রে।
তার সঙ্গে যোগ দিতে বাংলাদেশ থেকে উড়ে যান স্ত্রী সুমনা হক সুমী। তাদের দুই সন্তানও আছে সঙ্গে। সবাই মিলে দারুণ আনন্দে কাটছে সময়।
মাশরাফি-সুমী চুটিয়ে ছুটি উপভোগ করছেন মার্কিন মুল্লুকে। সন্তানদের নিয়ে ঘুরে এসেছেন ডিজনি ম্যাজিক কিংডমে। মজার মজার খেলনার জগতে অানন্দময় সময় কাটছে।
দেখললেন আমেরিকার ঐতিহ্যের অংশ হয়ে উঠা স্ট্যাচু অব লির্বার্টি। সেলফিতে ধরে রাখছেন সেই সুন্দর মুহুর্তগুলো।
Discussion about this post