একদিন আগেই শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। স্বস্তির খবর পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী বিদেশ থেকে ফিরে হোটেলে ৭ দিনের কোয়ারেন্টাইন করতে হয়নি। সিদ্ধান্ত বদলেছে বিসিবি। হোটেলের পরিবর্তে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে থাকছেন ক্রিকেটাররা। বিমানবন্দর থেকে সরাসরি বাড়িতে গেছেন শ্রীলঙ্কা থেকে ফেরা দলের ২১ জন ক্রিকেটার।
দলের সঙ্গে ফিরেছেন কোচ রাসেল ডমিঙ্গো। দীর্ঘ কোয়ারেন্টাইন জটিলতার কথা ভেবে দক্ষিণ আফ্রিকায় না গিয়ে বাংলাদেশে ফিরেছেন তিনি। তবে ছুটিতে গেলেন দলের বোলিং কোচ ওটিস গিবসনন। এ কারণেই দলের সফরসঙ্গী হননি তিনি। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে থাকছেন না গিবসন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড গিবসনের ছুটির আবেদন ছুটি মঞ্জুর করেছে। পারিবারিক কারণে শ্রীলঙ্কা থেকে ইংল্যান্ডে ফিরে গেছেন ক্যারিবীয় সাবেক ক্রিকেটার গিবসন। আগামী জুনে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ দল। যেখানে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি কেলবে টাইগাররা। এই সিরিজ স্থগিত বা বাতিল না হলে সরাসরি জিম্বাবুয়েতে দলের সঙ্গে যোগ দিবেন বোলিং কোচ।
এদিকে বলা হচ্ছিল চাকরি হারাতে যাচ্ছেন হেড কোচ ডমিঙ্গো। ডমিঙ্গোর বিকল্প খুঁজছে বিসিবি-এমন খবরও শোনা যাচ্ছিল। তবে চাকরি নিয়ে ভাবছেন না তিনি। মঙ্গলবার বিকেলে বিমান বন্দরে নেমে তিনি বলেন, ‘নিজের চাকরি নিয়ে আমি একেবারেই ভাবছি না।’
শ্রীলঙ্কা সফর থেকে ফিরে জানালেন কাজ বেশ উপভোগও করছেন। ডমিঙ্গো বলেন, ‘কাজ করাটা বেশ ভালো লাগছে আমার। কিছু বিষয়ে নতুন করে ভেবে গুরুত্ব দিতে হবে। ঘরোয়া ক্রিকেটের সুযোগ সুবিধা আরও বাড়াতে হবে। তবুও যা আছে তাতেই আমি কাজ করাটা উপভোগ করছি। কিছু সিরিজের ফলাফল ভালো হয়নি। খেলোয়াড়দের সঙ্গে ধীরে ধীরে বোঝাপড়া ভালো হচ্ছে।’
Discussion about this post