ছুটিতে গিয়েও ব্যস্ত সময় পার করছেন সৌম্য সরকার। সাতক্ষীরায় নিজের বাড়িতে বন্ধু আর ভক্তদের আবদারও মেটাতে হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন এই তারকাকে।
প্রতিবেশী আর এলাকার মানুষজন ছুটি আসছে সৌম্যকে একনজর দেখতে। আবার ক্ষুদে ক্রিকেটাররা টিপসও চাইছেন। কাউকেই নিরাশ করছেন না তিনি। যে আলো-বাতাসে তিনি বেড়ে উঠেছেন, যাদের আর্শিবাদে তিনি আজকের সৌম্য তাদের কাছে তিনি কোন তারকা নন।
এনিয়ে সৌম্য বললেন, ”এখন ব্যস্ত সময় পার করছি। আমি বাড়িতে আসায় মা-বাবা দারুণ খুশি। এইতো সেদিন বাবা-মাকে নিজে গাড়ি চালিয়ে ঘোরালাম।”
বাইকে করেও বেড়াচ্ছেন সৌম্য। সেই ছবি ফেসবুকে পোস্ট করলেন। নিজের গ্রামের সৌন্দর্য্যও তুলে ধরলেন এক ছবি দিয়ে।
Discussion about this post