ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নিষেধাজ্ঞা শেষে চেনা পরিবেশে ফেরাটা রাঙাতে পারেননি সাকিব আল হাসান। চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে জেমকন খুলনার এ অলরাউন্ডার ৯ ম্যাচে ব্যাট হাতে সর্বসাকুল্যে ১১০ রান করেছেন, উইকেট নিয়েছেন ৬টি। স্বাভাবিকভাবেই আক্ষেপ থেকে গেছে তার। এরইমধ্যে অবশ্য তিনি বলেছেন, পুরনো ছন্দ খুঁজে পেতে একটি বড় পরিসরের ম্যাচ খেলতে চান। এমনটাই জানিয়েছেন দলটির অধিনায়ক মিজানুর রহমান বাবুল।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ক্রিকেটে প্রত্যাবর্তনের কথা ছিল সাকিবের। কিন্তু সেই সিরিজ আলোর মুখ না দেখায় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে মাঠে ফিরেছেন। কিন্তু সেখানে পারফরম্যান্সটা ঠিক সাকিব সূলভ হয়নি তার। এজন্য অবশ্য সাকিবের পর্যাপ্ত অনুশীলন করার সুযোগ না পাওয়াকে দায়ি করছেন মিজানুর রহমান বাবুল। জেমকন খুলনার হেড কোচ বলেন, ‘আসলে সাকিব অনেকদিন পর খেলতে আসছে। তার শাস্তির পর অনেকদিন ক্রিকেটের বাইরে ছিল। অনেক ক্ষেত্রে ম্যাচ খেলা আর অনুশীলন করা আলাদা ব্যাপার। তাও ওভাবে সে অনুশীলন করেনি।’
জেমকন খুলনার কোচ আরও বলেন,‘শ্রীলঙ্কা সিরিজের আগে বিকেএসপিতে এসে অনুশীলন করেছে। ঐভাবে প্রস্তুতিটা হয়তো সাকিবের ছিল না। এবং ম্যাচ প্রস্তুতি আলাদা এক ব্যাপার। তো সাকিব ঐ টোনে না থাকার কারণে হয়তো সে তার স্বভাবজাত খেলায় ফিরে আসতে পারেনি।’
স্বরুপে ফিরতে না পারলেও ভক্তরা ধারণা করেছিলেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে সাকিবকে দেখা যাবে আগের মতই। কিন্তু পারিবারিক কারণে ছুটিতে যাওয়ায় সেই ম্যাচ খেলতে পারবেন না সাকিব। বাবুল জানান, ছন্দে ফিরতে অন্তত চার দিনের অথবা একদিনের একটি ম্যাচ খেলার আকুতি জানিয়েছিলেন টাইগার অলরাউন্ডার। এ ব্যাপারে বাবুল বলেন,‘এটা সময় নিবে হয়তো। তারপরেও সে বলছিল, যদি আমি একটা চার দিনের বা ওয়ানডে ম্যাচ খেলতে পারতাম তাহলে আমি আমার টোনে আবার ফিরে আসতে পারতাম। এসেই (নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে) টি-টোয়েন্টি ম্যাচ, তাই কিছুটা সময় তার লাগছিল তার টোনে ফিরে আসতে।’
Discussion about this post