এক কথায় তাকে টি-টুয়েন্টি ক্রিকেটের সম্রাট মানেন সবাই। ক্রিস গেইলও নিজেকে ইউনির্ভাসাল বস হিসেবেই পরিচয় দিতে ভালবাসেন। ২০ ওভারের ক্রিকেটে ঝড় তুলে ওয়েস্ট ইন্ডিজের এই মহা তারকা বনে গেছেন ছক্কার রাজা। সেই গেইলকেও এবার পেছনে ফেলে দিলেন আরেকজন। তিনি এভিন লুইস! তারই স্বদেশী।
ক্রিস গেইলকে পেছনে ফেলে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ছক্কার দ্রুততম সেঞ্চুরিয়ান হয়ে গেলে লুইস। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ সময় শনিবার সকালে এই কীর্তি গড়েন তিনি। ৩৪ বলে ৭৯ রানের ইনিংসের পথে লুইস হাঁকালেন ৯টি ছক্কা। অষ্টম ছক্কায় হয়ে যায় রেকর্ড।
মিচেল সোয়েপসনের বলে ছক্কা হাঁকিয়ে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে একশ ছক্কা হয়ে যায় লুইসের। ৪২ ইনিংসেই তিনি শততম ছক্কায় পা রাখলেন তিনি। ৪৭ ইনিংসে ছক্কার সেঞ্চুরি করে আগের রেকর্ড ছিল তারই অগ্রজ গেইলের। নিউজিল্যান্ডের কলিন মানরো একশ ছক্কা হাঁকান ৫৭ ইনিংসে।
সব মিলিয়ে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ছক্কার সেঞ্চুরিয়ান রয়েছে ৭ জনের। ৯৮ ইনিংসে ১৪৭ ছক্কায় শীর্ষে মার্টিন গাপটিল। ভারতের রোহিত শর্মা ১৩৩ ছক্কা নিয়ে আছেন এরপরই। তিনি খেলেছেন ১০৩ ইনিংস। গেইলের ৬৬ ইনিংসে হাঁকিয়েছেন ১১৯ ছক্কা।
Discussion about this post