সাফল্যের আকাশে উড়ছিল স্পেন। আরো একটা বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে তারা গিয়েছিল ব্রাজিলে। বিশ্ব চ্যাম্পিয়নদের শিরোপা ধরে রাখার মিশন। কিন্তু আকাশ থেকে মাটিতে নেমে এলেন ইকার ক্যাসিয়াসরা। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ১-৫ গোলে হার। আর বুধবার চিলির কাছে ০-২ গোলে হেরে বিশ্বকাপ থেকেই বিদায় নিল ইউরোপিয়ান জায়ান্টরা। আর তাতেই চিলি উঠে গেল বি গ্রুপ থেকে ব্রাজিল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে। টানা দুই ম্যাচ জিতল তারা।
স্পেনের পরিনতি ঠিক যেন ফ্রান্সের মতো। ১৯৯৮ সালের চ্যাম্পিয়নরা পরের বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিলেন। একই অবস্থা হয়েছিল ২০১০ সালে ইতালির।
নকআউট পর্বে উঠতে বুধবার জয় ছাড়া বিকল্প ছিল না স্প্যানিশদের। কিন্তু মারাকানা স্টেডিয়ামে খুঁজেই পাওয়া গেল না সেই দলটিকে যারা চারবছর আগে ঝড় তুলেছিল। ম্যাচের ২০ মিনিটে এডোয়ার্ডো ভার্গাসের গোলে এগিয়ে যায় চিলি। ৪৩ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন চার্লস আরানগুয়েজ। জাভি আর জেরার্ড পিকে’কে ছাড়াই ম্যাচটা খেলতে নামে স্পেন।
এরপর বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি বিসেন্তে দেল বস্কের দল। গোল মিসের মহড়া দিয়ে গেছেন ফুটবলাররা। তাইতো চোখের জলে মাথা নীচু করে বিদায় নিল স্পেন। এক ম্যাচ আগেই বিদায় ঘন্টা বাজল তাদের।
এই গ্রুপ থেকে এর আগেই দ্বিতীয় পর্বে উঠেছে নেদারল্যান্ডস।
Discussion about this post