ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জৈব সুরক্ষা বলয়ে এবার ভিন্ন প্রেক্ষাপটে হয়েছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। টি-টুয়েন্টি ফরম্যাটের এই আয়োজনে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী লিমিটেড। ২৪ পয়েন্ট নিয়ে টানা তৃতীয়বার ও রেকর্ড ২১তম বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে তারা। লিগ ট্রফির সঙ্গে আর্থিক পুরস্কারও পেয়েছে চ্যাম্পিয়ন ও রানার আপ দল।
চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড পেয়েছে ১২ লাখ টাকা। রানার্স আপ হওয়ায় প্রাইম ব্যাংক পেয়েছে ১০ লাখ টাকার চেক। টুর্নামেন্ট সেরা ক্রিকেটার হয়েছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অধিনায়ক নুরুল হাসান সোহান। তিনি পেলেন ১ লাখ টাকা। সোহান ১৬ ম্যাচে ৩৫.৩৬ গড়ে করেন ৩৮৯ রান।
ব্রাদার্স ইউনিয়নের অধিনায়ক মিজানুর রহমান টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। সুপার লিগে ১৫ ম্যাচ করেছেন ৪১৮ রান। সেরা বোলার আবাহনী লিমিটেডের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন।
কে কী পেলো-
চ্যাম্পিয়ন – ১২ লাখ টাকা (আবাহনী লিমিটেড)
রানার্সআপ – ১০ লাখ টাকা (প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব)
ম্যান অব দ্যা টুর্নামেন্ট – ১.৫০ লাখ টাকা (নুরুল হাসান সোহান)
টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান – ১ লাখ টাকা (মিজানুর রহমান)
টুর্নামেন্টের সেরা বোলার – ১ লাখ টাকা (মোহাম্মদ সাইফুদ্দিন)
Discussion about this post