ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
রোববার ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই অনন্য দুটি মাইলফলক স্পর্শ করেছেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। তাই তাদের অর্জনে ‘চ্যাম্পিয়ন’ আখ্যা দিয়ে গর্বিত মুশফিকুর রহিম। ব্যাপারটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানিয়েছেন তিনি।
প্রথম বাংলাদেশি এবং দশম ওপেনার হিসেবে আইসিসির স্বীকৃত ক্রিকেটে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তামিম। অন্যদিকে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আইসিসির স্বীকৃত ক্রিকেটে ‘১০০০’ উইকেটের মাইলফলক স্পর্শ করেন সাকিব। দুই সতীর্থদের এমন কৃতিত্বে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মুশফিক। নিজের ফেসবুক পেজে সাকিব ও তামিমকে অভিনন্দন জানিয়েছে তিনি লিখেছেন, “আমার চ্যাম্পিয়ন সতীর্থদের নিয়ে খুবই গর্বিত আমি। বরাবরের মতো আমাদের সবার জন্য উদাহরণ স্থাপন করেছ। মা শাহ আল্লাহ্।”
তিন ফরম্যাট (টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি) মিলিয়ে বাংলাদেশের হয়ে বর্তমানে রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে রয়েছেন তামিম। দ্বিতীয় স্থানে রয়েছেন মুশফিক এবং রানের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন সাকিব।
উইকেট শিকারের দিক থেকে সাকিবের উপরে রয়েছেন কেবলই আব্দুর রাজ্জাক। তার উইকেট সংখ্যা ১১৪৫টি। ১০০০ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে সাকিব।
Discussion about this post