এগার বছরের প্রতীক্ষা শেষ হচ্ছে কিছুদিন পরই। ফের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাচ্ছে বাংলাদেশ। শেষবার এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলেছে হাবিবুল বাশার সুমনের অধিনায়কত্ব। মজার ব্যাপার হল-খেলে ছেড়ে দিলেও এই টুর্নামেন্টে এবারো যাচ্ছেন তিনি। না, নির্বাচক হিসেবে নয়। অন্য আরেকটি পরিচয়ে তার দেখা মিলবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। চ্যাম্পিয়ন্স ট্রফির শুভেচ্ছা দূত হয়েছেন টাইগারদের সাবেক এই অধিনায়ক।
শুভেচ্ছাদূত হিসেবে বিভিন্ন প্রচারণামূলক কাজে অংশ নেবেন তিনি। কলাম লিখবেন আইসিসির ওয়েবসাইটে।
বুধবার শুভেচ্ছা দূতদের নাম প্রকাশ করল আইসিসির। যেখানে বাশারের পাশাপাশি আছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা, অস্ট্রেলিয়ার মাইক হাসি, ভারতের হরভজন সিং, দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ, ইংল্যান্ডের ইয়ান বেল, পাকিস্তানের শহিদ আফ্রিদি ও নিউজিল্যান্ডের শেন বন্ড।
পরিসংখ্যান ঘেটে আইসিসি জানাল- শুভেচ্ছা দূতরা সবাই মিলে খেলেছেন ১ হাজার ৭৭৪ ওয়ানডে ম্যাচ। আর করেছেন প্রায় ৫২ হাজার রান। সেঞ্চুরি ৪৮টি। উইকেটে নিয়েছেন ৮৩৮টি।
সুমন বাংলাদেশের হয়ে খেলেছেন ১১১টি ওয়ানডে। নেতৃত্ব দিয়েছেন ৬৯ ম্যাচে। যা কীনা টাইগারদের হয়ে রেকর্ড! চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছেন- ২০০০, ২০০২ ও ২০০৬ সালে।
Discussion about this post