এখনো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আমেজ ফুরোয় নি! ইংল্যান্ডের মাটিতে গত বছর ভারত-পাকিস্তান ফাইনালের মধ্যে দিয়ে শেষ হয়েছে এই আসর। কিন্তু এই টুর্নামেন্ট থেকে মুখ ফিরিয়ে নিল আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা- আইসিসি। ২০২১ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির জায়গায় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি আয়োজন করবে টি-টুয়েন্টি বিশ্বকাপ। দুই বছর পর পর দেখা মিলবে টি-টুয়েন্টির বিশ্ব আসর।
হিসেব অনুযায়ী ২০২১ সালে ভারতে হওয়ার কথা ছিল পরবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু সে সিদ্ধান্ত থেকে সেরে এসেছে আইসিসি। ঐ টুর্নামেন্টের বদলে তখনই হবে টি-টুয়েন্টি বিশ্বকাপ। ২০২০ সালে আগামী টি-টুয়েন্টি বিশ্বকাপের আসর দেখা যাবে অস্ট্রেলিয়ায়। বৃহস্পতিবার কলকাতায় আইসিসির সভায় চূড়ান্ত হয়েছে এই সিদ্ধান্ত।
২০১৬ সালে সবশেষ ভারতে টি-টুয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। তারপরই আইসিসি ঠিক করে এই টুর্নামেন্ট হবে চার বছর পর পর। কিন্তু ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি সরে এলো সেই সিদ্ধান্ত থেকে।
একইসঙ্গে ক্রিকেটের বিশ্বায়নের লক্ষ্যে টি-টুয়েন্টি ক্রিকেটের দিকতে নজর দিয়েছে আইসিসি। ১০৪টি ক্রিকেট খেলুড়ে দেশকে টি-টুয়েন্টি স্ট্যাটাস দিয়ে দিয়েছে তারা। বৃহস্পতিবার আইসিসির চেয়ারম্যান ডেভিড রিচার্ডসন এ খবর জানিয়েছেন।
এবার দেখে নিন আইসিসির ভবিষ্যত সূচি-
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ: ২০১৯, ২০২৩
আইসিসি ওয়ার্ল্ড টি-টুয়েন্টি: ২০২০, ২০২১
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: প্রথম চক্র – ২০১৯-২০২১; দ্বিতীয় চক্র- ২০২১-২০২৩
আইসিসি ক্রিকেট বিশ্বকাপের বাছাই লিগ: ২০২০-২০২২
Discussion about this post