তিনবার ফাইনাল খেলা বাংলাদেশের সামনে আবারও এশিয়া কাপ। পুরোনো হতাশা পেছনে ফেলে নতুন প্রত্যাশা নিয়েই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে এ যাত্রায় আবেগের জোয়ারে ভাসতে নারাজ প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তার চোখে, চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন তখনই বাস্তবে রূপ নিতে পারে, যদি পরিকল্পনা ও প্রস্তুতির সব স্তরগুলো নিখুঁতভাবে অতিক্রম করা যায়।
সংবাদ সম্মেলনে লিপু বলেন, ‘আমি চ্যাম্পিয়ন হওয়ার আশা করছি। তবে এটা আবেগ দিয়ে ভাবার বিষয় নয়। যুক্তি দিয়ে দেখতে হবে, বাস্তবতা কী বলছে।’
বাংলাদেশ দল নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি জানান, দলটির সামর্থ্য আছে, তবে সেটিকে কার্যকর করতে হলে খেলার প্রতিটি ধাপে সতর্কভাবে এগোতে হবে, ‘আমরা অতীতে তিনবার ফাইনালে গিয়েছি। এবারও ফাইনালে যাওয়ার সম্ভাবনা আছে। তবে তার আগে আমাদের দেখাতে হবে ধারাবাহিক পারফরম্যান্স। প্রতিটি ম্যাচে আমাদের পরিকল্পনা থাকতে হবে।’
লিপুর বিশ্লেষণে উঠে আসে, এশিয়া কাপের প্রতিপক্ষদের কথাও, ‘আমাদের গ্রুপে শ্রীলঙ্কা ও আফগানিস্তান-দুই প্রতিদ্বন্দ্বীই কঠিন। বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারালেও আফগানিস্তানের বিপক্ষে সফল হইনি। সুতরাং আবেগ দিয়ে এগোনো যাবে না। মাঠে কেউ কাউকে সহজে ছাড় দেবে না।’
দলের স্কোয়াড নিয়ে আলোচনার সময় লিপু ইঙ্গিত দেন, যারা সুযোগ পেয়েছে, তাদেরকে শুধুই প্রতিভা নয়, প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।
“মেধা আর দক্ষতার মাঝে পার্থক্য তখনই বোঝা যায়, যখন সেটা ট্রান্সফরম করে ফলাফলে রূপ দেওয়া যায়। এখন সময় সেটা প্রমাণ করার।”
এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর, প্রতিপক্ষ হংকং। তবে লিপু মনে করিয়ে দেন, প্রতিটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ, এবং প্রতিটি দিনই যেন ফাইনাল মনে করে খেলতে হবে।
Discussion about this post