এবারের এশিয়া কাপে নজর কাড়ছে প্রাইজমানি। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত আসরের তুলনায় দ্বিগুণ হয়েছে চ্যাম্পিয়ন ও রানার্সআপের পুরস্কার। যদিও এশিয়ান ক্রিকেট কাউন্সিল এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, তবে সিদ্ধান্ত একেবারে নিশ্চিত।
চ্যাম্পিয়ন দল এবার পাবে ২ কোটি ৬০ লাখ রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪ কোটি। রানার্সআপ দলও খালি হাতে ফিরবে না-পাবে ১ কোটি ৩০ লাখ রুপি (প্রায় ২ কোটি টাকা)। টুর্নামেন্টসের সেরা ক্রিকেটার জুটবে ১২ লাখ ৫০ হাজার রুপি (প্রায় ১৯ লাখ টাকা)। গতবার ভারতের হাতে শিরোপা উঠেছিল ১ কোটি ২৫ লাখ রুপির পুরস্কার নিয়ে।
যদিও আয়োজক ভারত, কিন্তু এবারের আয়োজন করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। দুবাই ও আবুধাবির দুটি ভেন্যুতেই হবে সব খেলা। মোট ৮ দল লড়বে শিরোপার জন্য।
‘এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। অন্যদিকে ‘বি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র-বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। গ্রুপ পর্ব শেষে চার দল উঠবে সুপার ফোরে, এরপর সেখান থেকে সেরা দুই দল যাবে ফাইনালে।
টি–-টোয়েন্টি বিশ্বকাপের আগে এশিয়া কাপকে দলগুলো প্রস্তুতির সুযোগ হিসেবেই দেখছে। সেই কারণে এবারের আসর হচ্ছে টি–টোয়েন্টি ফরম্যাটে। আজ মাঠে নামছে আফগানিস্তান ও হংকং। আর ১৪ সেপ্টেম্বর আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে ভারত-পাকিস্তান লড়াই।
Discussion about this post