সময়টা ভাল যাচ্ছে না তার। কিছুদিন আগেই ব্যর্থ মিশন শেষে ফিরেছেন সংযুক্ত আরব আমিরাত থেকে। এশিয়া কাপে রান পান নি, এরপরই নিজের আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্যারিয়ার নিয়ে নিয়েছেন সিদ্ধান্ত। ২০ ওভারের ক্রিকেটে গুডবাই বলেছেন বাংলাদেশকে। কিন্তু মুশফিক তো আর ঘরে বসে থাকার মানুষটি নন, মাঠেই তার প্রাণ। অনুশীলনে তিনি ব্যস্ত থাকবেনই। সেটা করতে গিয়েই এবার চোটে পড়লেন।
ফিটনেসের কাজ করতে গিয়ে ইনজুরিতে মুশফিক। আজ শনিবার সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের জিমনেসিয়ামে ফিটনেসের কাজ করার সময় বাঁ হাঁটুর নিচে আঘাত পেয়েছেন তিনি। বিসিবির মেডিকেল বিভাগের সূত্র জানাল- যেখানে সেলাই লেগেছে ছয়টি।
১৪ দিন মাঠের বাইরেই থাকতে হবে মুশফিককে। কিছুদিন আগেই আন্তর্জাতিক টি-টুয়েন্টি থেকে অবসর নিয়েছেন মুশফিক। জাতীয় দল আগামী নভেম্বরে ঘরের মাঠে ভারত সিরিজের আগে শুধু টি-টুয়েন্টিতে ব্যস্ত থাকবে। তবে মুশফিক আগামী ১০ অক্টোবর থেকে শুরু জাতীয় ক্রিকেট লিগে খেলার কথা ভাবছিলেন। রাজশাহী বিভাগের হয়ে জাতীয় লিগের সব রাউন্ড খেলবেন বলে বিসিবিকে জানান মুশফিক।
বেলা দশটায় প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে নেওয়ার পর আঘাত পাওয়া স্থানে সেলাই দিতে হয়েছে। সেলাইয়ের পর জানানো হয়েছে কমপক্ষে দুই সপ্তাহ তাকে বিশ্রামে থাকতে হবে। সন্দেহ নেই দুঃসময়ের মুখোমুখি ফের মুশফিক।
Discussion about this post