ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এই ম্যাচ খেলার আগেই নিশ্চিত হয়ে গেছে আগামী দুই মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। মিস করবেন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ। এছাড়া উপায় নেই। চোট যে কাবু করে ফেলছে তাকে। তবে সেই ইনজুরি নিয়েই মঙ্গলবার হারারেতে দারুণ এক সেঞ্চুরি পেলেন তামিম ইকবাল।
সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ অধিনায়ক খেললেন নিজের মতো। দুর্দান্ত এক ইনিংস। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ২৯৯ রান তাড়া করতে নেমে তামিম মাত্র ৮৭ বলে করেন সেঞ্চুরি। এটি জিম্বাবুয়ের বিপক্ষে তার চতুর্থ শতক। আর সব মিলিয়ে চতুর্দশ তিন অঙ্কের স্কোর।
পরিসংখ্যান জানাচ্ছে, এটিই ওয়ানডেতে তার দ্রুততম সেঞ্চুরি। আগের দ্রুততম সেঞ্চুরি ছিল ৯৪ বলে। যেটি করেন ২০১০ সালে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে।
ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড বাঁহাতি এ ওপেনারের। ৯ সেঞ্চুরি নিয়ে দুই নম্বরে আছেন সাকিব আল হাসান। অবশ্য দ্বিতীয় ওয়ানডেতে ৯৬ রানে অপরাজি ছিলেন।
গত বছর মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে দেশের মাটিতে সবশেষে শতক পান তামিম। মাঝে ১১ ইনিংসে চারবার পান ফিফটি পেলেও ছিল না সেঞ্চুরি। ঢের সমালোচনাও হচ্ছিল। হাটুর পুরনো চোট সামলে তুলে নিলেন এবার সেঞ্চুরি। জবাব দিলেন সমালোচকদের।
Discussion about this post