সব শঙ্কার মেঘ কেটে গেছে! দ্রুত ইনজুরি কাটিয়ে উঠছেন মাশরাফি বিন মতুর্জা। আঙুলের চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে টাইগারদের রঙীন পোশাকের অধিনায়ক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চিকিৎসক দেবাশিষ চৌধুরী স্পষ্ট জানিয়ে দিলেন, ওয়ানডে আর টি-টুয়েন্টি অধিনায়ককে ঠিক সময়ে দলের সঙ্গে পাবে বাংলাদেশ। ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসান ও ট্রেনার মারিও ভিল্লাভারায়নও সবুজ সংকেত দিয়ে রাখলেন।
শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কিছুটা সময় বোলিং অনুশীলন করেন মাশরাফি। কিছুদিনের মধ্যে নড়াইল এক্সপ্রেস পুরো রান আপে বল করবেন।
নিউজিল্যান্ড সফরের শেষ টি-টুয়েন্টিতে আঙ্গুলের চোটে পড়েন মাশরাফি। তারপর থেকেই আছেন ফেরার লড়াইয়ে। তখন বলা হচ্ছিল পাঁচ-ছয় সপ্তাহর মধ্যে সেরে উঠবেন তিনি। সেই সময়ের মধ্যেই বল হাতে নিলেন বাংলাদেশ ক্রিকেটার প্রাণ ম্যাশ।
শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে ঘোষিত টেস্ট দলও অনুশীলন করছে। শনিবার ফিল্ডিং এবং রানিং বিটুইন দ্যা উইকেটে বিশেষ নজর দিয়েছেন ক্রিকেটাররা। সবকিছু ঠিক থাকলে সোমবারই ১৩ সদস্যের বাংলাদেশ দল উড়াল দেবে শ্রীলঙ্কায়। পাকিস্তান সুপার লিগ থেকে অন্য তিন টাইগার তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ দলের সঙ্গে যোগ দেবেন।
৭ মার্চ গলে শুরু বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু ১৫ মার্চ, কলম্বোর পিসারা স্টেডিয়ামে।
Discussion about this post