বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য সুখবর। দক্ষিণ আফ্রিকা বিপক্ষে প্রথম টেস্ট শুরুর আগে স্বস্তি ফিরল। চোট মুক্ত হয়ে সোমবার অনুশীলনে দেখা গেল দলের সেরা তারকা তামিম ইকবালকে। বেশ কিছুটা সময় টাইগার এ ওপেনার নেটে অনুশীলন করেন তিনি। আশা করা যাচ্ছে বৃহস্পতিবার মাঠে নামতে পারবেন তিনি। যদিও চোট মুক্ত হয়ে এখনো অনুশীলনে নামা হয়নি সৌম্য সরকারের। আপাতত বিশ্রামেই এই ওপেনার।
ফর্ম থাকা তামিম গত বুধবার দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে ব্যাটিংয়ের সময় চোট পান। তারপরই দুশ্চিন্তা ভর করে টাইগার শিবিরে। সাকিব আল হাসান নেই টেস্ট সিরিজে। সঙ্গে তামিম ছিটকে গেলৈ ভয়াবহ বিপদ। এ অবস্থায় চোট মুক্ত হয়ে ঠিক সময়েই দলের অনুশীলনে যোগ দিয়েছেন তিনি। টেস্ট ভেন্যু পচেস্ট্রমের সেনওয়েস পার্কে অনুশীলনে তামিমকে সোমবার ফুরফুরে মেজাজে দেখা গেছে তাকে। ব্যাটিং অনুশীলনে ডিফেন্স এবং ট্রেডমার্ক কাট করতে গিয়ে এই বাঁহাতি ব্যাটসম্যানকে কোনো অস্বস্তিতে ভুগতে দেখনি কেউ। তাই সবাই আশা করছেন প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টে নামবেন তামিম।
পচেস্ট্রমে শুরু ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্ট। সফরে আরেকটি টেস্ট, তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ও দুটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।
Discussion about this post