বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তিতে আসছেন চার ক্রিকেটার। তিনজনের বাদ পড়াটাও প্রায় নিশ্চিত হয়ে গেছে। এমনিতে বিসিবির চুক্তিতে গত বছর থেকেই আছেন ১৪ ক্রিকেটার। এবার একজন বাড়াচ্ছে বোর্ড। জানা গেছে নির্বাচকদের গত মাসেই চুক্তিতে রাখা যেতে পেরে এমন ১৫ জন ক্রিকেটারের নাম জমা দিয়েছেন।
নির্বাচকদের তালিকা থেকে জানা গেছে- গতবারের ১৪ জনের তালিকা থেকে বাদ পড়েছেন অনেক আলোচিত ক্রিকেটার নাসির হোসেন, আল আমিন হোসেন ও আরাফাত সানি। তিনজনই আছেন জাতীয় দলের বাইরে। এক্ষেত্রে চুক্তিবদ্ধ ক্রিকেটারের তালিকায় দেখা যেতে পারে তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন ও মেহেদী হাসান মিরাজকে। তাদের চুক্তিতে আসা নিশ্চিত বলে জানিয়েছে বোর্ডের একটি সূত্র।এক্ষেত্রে চতুর্থ জন হতে পারেন উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান কিংবা পেস বোলার কামরুল ইসলাম রাব্বি।
একইসঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের পারিশ্রমিকও বাড়বে এবার। এমনিতে বাংলাদেশের ক্রিকেটারদের বেতন খুব বেশি নয়। এনিয়ে মুশফিকুর রহীমরা অনুযোগও করেছেন। রোববার তিনি বলেন, ‘ঢাকা প্রিমিয়ার লিগ ও বিপিএলে খেলোয়াড়েরা আর্থিকভাবে অনেক লাভবান হয়। আমরা জাতীয় দলের হয়ে বছরে ৯-১০ মাস ব্যস্ত থাকি। এখানেও অর্থের পরিমাণটা আরেকটু ভালো হলে ভালো হতো। আশা করছি বোর্ড এদিকে নজর দেবে।’
তারই অংশ হিসেবে এ বছর থেকে তাঁদের বেতন ২০ থেকে ৩০ শতাংশের মতো বাড়তে পারে। বর্তমানে বিসিবির চুক্তিবদ্ধ খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ মাসিক বেতন আড়াই লাখ টাকা। সন্দেহ নেই সেটা বাড়বে।
তবে নাসির হোসেন এবার সত্যিকার অর্থেই আড়ালে চলে যাচ্ছেন। যদিও মাঠে নৈপুন্যটা মন্দ নয় তার। অন্যদিকে শৃংখলা ভঙ্গের কারণেই দৃশ্যপটে নেই আল আমিন ও আরাফাত সানি।
Discussion about this post