বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তির আওতায় এবার যোগ হলেন ৫ ক্রিকেটার। বৃহস্পতিবার যুক্ত সেই খেলোয়াড়রা হলেন- ইমরুল কায়েস, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম, আল-আমিন হোসেন এবং আরাফাত সানি।
বিসিবির সভা শেষে চুক্তির আওতায় আসা ক্রিকেটারদের নাম জানান সভাপতি নাজমুল হাসান পাপন।
এদিকে চুক্তি থেকে বাদ গেলেন আব্দুর রাজ্জাক, রবিউল ইসলাম ও সোহাগ গাজী।
‘বি’ ক্যাটাগরিতে আছেন ইমরুল। ডি’ তে তাইজুল, আল-আমিন ও আরাফাত।
শফিউল ‘সি’ ক্যাটাগরিতে মুমিনুল হক ও এনামুল হক।
‘এ+’ ক্যাটাগরিতে জাতীয় দলের চার সিনিয়র তারকা মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং তামিম ইকবাল।
মাহমুদুল্লাহ রিয়াদ এ ক্যাটাগরিতে রয়েছেন।
এইতো গত বছর ‘এ+’ থাকা ক্রিকেটাররা বিসিবির কাছ থেকে মাসে ২ লাখ টাকা করে বেতন পেয়েছেন। ‘এ’ ক্যাটাগরিতে ছিল ১ লাখ ৭০ হাজার, ‘বি’তে ১ লাখ ২০ হাজার, ‘সি’তে ৯০ হাজার ও ‘ডি’ ক্যাটাগরির বেতন ছিল ৬০ হাজার টাকা।
এদিকে সভায় বিশ্বকাপ দলের ম্যানেজার ঠিক করা হয়। এই পদে দেখা যাবে খালেদ মাহমুদ সুজনকে।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সভাপতি হিসেবে সাবেক অধিনায়ক আকরাম খানের জায়গায় দ্বায়িত্ব পেলেন নাঈমুর রহমান দুর্জয়।
এছাড়া জানা গেল আগামী নভেম্বরে হতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ।
Discussion about this post