প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা হলো না। রূপগঞ্জ টাইগার্সের পর এবার আবাহনী লিমিটেডের কাছেও হার মানল লিজেন্ডস অব রূপগঞ্জ। সমীকরণ মিলল না ছুটির দিনে, ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে। ৫ উইকেটের হার দেখল সাবেক চ্যাম্পিয়নরা।
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের অস্টম রাউন্ডের এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে লিজেন্ডসরা তুলে ৯ উইকেট হারিয়ে ৫০ ওভারে ২৮৬ রান। জবাব দিতে নেমে ৪ বল হাতে রেখে ৫ উইকেট হারিয়ে জয়ের দেখা পায় আবাহনী লিমিটেড।
এদিন মাশরাফিদের ব্যাটিং ঝড়ের পর দাপট ছিল আফিফ হোসেনের। তার ঝড়ো ফিফটিই খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে লিজেন্ডস অব রূপগঞ্জকে হারিয়ে দিল। আফিফ ৬ চার ও ৪ ছক্কায় ৬২ বলে ৮০ রান করে অপরাজিত থাকেন। ফিফটি তুলেন মাত্র ৩৯ বলে। মোহাম্মদ সাইফউদ্দিন ২৩ বলে ২৬ রান নিয়ে অপরাজিত।
তবে এর আগে দলীয় পারফরম্যান্সে বড় স্কোর পায় রূপগঞ্জ। আগের মতোই সফল চিরাগ জানি। লিজেন্ডসদের ভারতীয় এই রিক্রুট ৫৪ রান করেন। ৫টি চারে ৬৩ বলে এই রান করেন চিরাগ। ইনফর্ম সাব্বির রহমান ও সোহাগ গাজীর ব্যাটও কথা বল। দুজনই করেন সমান ৪৮ রান। পারভেজ হোসেন ইমন ৩৯, ইরফান শুক্কুর ২১ রান। করেন। ব্যাটেঝেড় তুলেন মাশরাফি বিন মতুর্জাও। মাত্র ১৫ বলে ২৮ রান করেন রূপগঞ্জের অধিনায়ক।
আবাহনীর দানিশ আজিজ নেন ৪ উইকেট। ২ উইকেট নেন সাইফউদ্দিন। ১টি করে উইকেট শিকার করেন তানভীর ইসলাম, তানজীম হাসান সাকিব ও রাকিবুল হাসান।
এরপর আবাহনীকে পথ দেখান নাঈম শেখ। ৮৫ বলে ৬টি চার ও ১টি ছয়ে ৭৬ রান করেন এই ওপেনার। এনামুল হক বিজয় ২৮। জাকের আলী অনিক ৩১ ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন ২৮ রান তুলেন। লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ২টি করে উইকেট নেন আবদুল হালিম ও রাজিবুল ইসলাম।
ঢাকা প্রিমিয়ায় ক্রিকেট লিগের চলতি আসরে ৮ ম্যাচের প্রতিটিতে জিতে আবাহনী শীর্ষে। সমান ম্যাচে ৬ জয়ে রূপগঞ্জ রয়েছে তিন নম্বর অবস্থানে।
সংক্ষিপ্ত স্কোর-
লিজেন্ডস অব রূপগঞ্জ: ৫০ ওভারে ২৮৬/৯ (মুনিম ১৪, পারভেজ ৩৯, সাব্বির ৪৮, ইরফান ২১, চিরাগ ৫৪, তানবির ১৮, মাশরাফি ২৮, মুক্তার ৬, সোহাগ ৩৮, রাজিবুল ৫*; সাইফ ৫-০-৪৩-২, মোসাদ্দেক ৭-০-৫০-০, তানভীর ৮-০-৩৯-১, তানজিম ৫-০-৩১-১, রকিবুল ১০-০-৪৪-১, আজিজ ১০-০-৪৩-৪, রিপন ৫-০-৩৬-০)
আবাহনী লিমিটেড: ৪৯.২ ওভারে ২৮৯/৫ (এনামুল ২৮, নাঈম শেখ ৭৬, আজিজ ৯, জাকের ৩১, আফিফ ৮০, মোসাদ্দেক ২৮, সাইফ ২৬; চিরাগ ৯-০-৪৫-০, সোহাগ ১০-১-৫২-০, রাজিবুল ১০-০-৫১-২, মাশরাফি ৮.২-০-৫৮-১, হালিম ৮-০-৫০-২, মুক্তার ৩-০-২০-০, তানবির ১-০-৭-০)
ফল: আবাহনী লিমিটেড ৫ উইকেটে জয়ী
ম্যাচসেরা: আফিফ হোসেন
Discussion about this post