শেষ হলো ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) আরেকটি মৌসুম। এবার ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে আবাহনী লিমিটেড। সুপার লিগের শেষ ম্যাচে শেখ জামালকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা। তবে টুর্নামেন্টের সেরা ক্রিকেটারটি হয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জের চিরাগ জানি। ব্যাটে-বলে দাপট দেখিয়ে তিনি সেরাদের সেরা।
লিজেন্ডসদের হয়ে এবারের লিগে ১৫ ইনিংস ব্যাট করে ৬৬৯ রান নিয়ে এবার আসর সেরা নির্বাচিত হন চিরাগ জানি। বল হাতে ৪.৬৬ ইকনমিতে চর্তুথ সর্বোচ্চ ২৪ উইকেট শিকার করেন তিনি। ব্যাটে-বলে পারফর্ম করেই ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ হলেন জানি।
আবাহনীর নাঈম শেখে ১৬ ম্যাচে ৯৩২ রান রান তুলে লিগে এবার টপ স্কোরার। ৭১.৬৯ গড়ে ১ সেঞ্চুরি ও ১০ ফিফটিতে লিগের সর্বোচ্চ রান করেন নাঈম। লিজেন্ডস অব রূপগঞ্জের বিদেশি ক্রিকেটার চিরাগ জানি ১৫ ইনিংসে ৬৬৯ রান করেছেন। হাফ সেঞ্চুরি ৭টি।
আবাহনীর এনামুল হক বিজয় ১৬ ইনিংসে করেছেন ৮৩৪ রান। এবার সফল লিজেন্ডস অব রূপগঞ্জের ইরফান শুক্কুরও। ১৫ ইনিংসে ৭০৩ রান করেছেন তিনি। এক সেঞ্চুরির সঙ্গে ৭ হাফ সেঞ্চুরি পেয়েছেন। তার গড় রান ৬৩.৯০।
এদিকে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের পারভেজ রসুল ৩৩ উইকেট নিয়ে এবারের লিগের সর্বোচ্চ উইকেট শিকারি। দুইয়ে হাসান মুরাদ পেয়েছেন ২৫ উইকেট। ২৪টি করে উইকেট পেয়েছেন পেসার চিরাগ জানি ও আবাহনীর স্পিনার তানবীর ইসলাম। ২৩ উইকেট টিপু সুলতানের।
গত আসরে ২৭ উইকেট পাওয়া চিরাগ জানি এবার ২৪ উইকেট পেলেন ২৪.৮৩ গড়ে। ইকোনমি রেট ৪.৬৬। সব মিলিয়ে এবারের ডিপিএল লিজেন্ডস অব রূপগঞ্জ তারকা চিরাগ জানির।
একনজরে
টুর্নামেন্ট সেরা : চিরাগ জানি ৬৬৯ রান ও ২৪ উইকেট।
সর্বোচ্চ রান : নাঈম শেখ ৯৩২ রান।।
সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস : এনামুল হক বিজয় ১৫৪।
সেরা স্ট্রাইকরেট : হাবিবুর রহমান সোহান ১২৭.১৩ (নুন্যতম ৩০০ রান)
সর্বোচ্চ ছক্কা : পারভেজ ইমন ৪১টি।
সর্বোচ্চ চার : নাইম শেখ ৯০টি।
সর্বোচ্চ উইকেট : পারভেজ রাসুল ৩৩ উইকেট।
সেরা ইকোনমি : সাকিব আল হাসান ৩.৪৯ (নুন্যতম ৪ ম্যাচ)
সেরা বোলিং : খুশদিল শাহ ৪৯/৬।
সর্বোচ্চ মেডেন : চিরাগ জানি ১১টি।
Discussion about this post