ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শুরু হয়ে গেছে আরেকটি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উন্মাদনা। ষষ্ঠ আসরে মুশফিকুর রহিম খেলছেন চিটাগং ভাইকিংস। ৭৫ লাখ টাকায় বন্দরনগরীর দলটি নিয়েছে তাকে। মঙ্গলবার জানা গেল ভাইকিংসের নেতৃত্ব দেবেন মুশফিক।
গত মৌসুমে রাজশাহী কিংস খেলেছিলন মুশি। এবার তারা তাকে ছেড়ে দেওয়ার পর দল পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়। শেষ পর্যন্ত মুশফিক চিটাগংয়েই যান।
৫ জানুয়ারি শুরু হবে বিপিএলের ষষ্ঠ আসর। উদ্বোধনী দিনেই চিটাগং ভাইকিংস লড়বে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের সঙ্গে। এরইমধ্যে মঙ্গলবার প্রস্তুতি শুরু করে দিয়েছে দলগুলো। মিরপুরের শেরেবাংলায় অনুশীলন করেছেন ক্রিকেটাররা। বিদেশী ক্রিকেটাররাও দুই একদিনের মধ্যে আসতে শুরু করবেন।
চিটাগং ভাইকিংস-
দেশি খেলোয়াড়: মুশফিকুর রহিম (আইকন এবং অধিনায়ক), সানজামুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, আবু জায়েদ রাহি, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান, মোহাম্মদ আশরাফুল, রবিউল হক, ইয়াসির আলী চৌধুরী, নিহাদুজ্জামান সাদমান ইসলাম।
বিদেশি খেলোয়াড়
লুক রনচি (নিউজিল্যান্ড), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান), রব্বি ফ্রাইলিঙ্ক (দক্ষিণ আফ্রিকা), ক্যামেরন ডেলপোর্ট (দক্ষিণ আফ্রিকা), দাসুন শানাকা (শ্রীলঙ্কা), নাজিবুল্লাহ জাদরান (আফগানিস্তান)।
Discussion about this post