ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সম্মানের লড়াইয়ে বাজিমাত সিলেট সিক্সার্সের। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর থেকে আগেই ছিটকে গিয়েছিল দলটি। তবে শেষ ম্যাচে ঠিকই চমকে দিয়েছে অলক কাপালির দল। প্লে-অফ নিশ্চিত করা চিটাগং ভাইকিংসকে হারিয়ে দিয়েছে তারা। জয়ে শেষ এবারের মিশন শেষ করেছে সুরমা পাড়ের দলটি।
মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে শুক্রবার ছুটির দিনে চিটাগংকে অনায়াসে ২৯ রানে হারাল সিলেট। ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে সিলেট সিক্সার্স করে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান। জবাব দিতে নেমে ১৮.৩ ওভারে ১৩৬ রানে অলআউট হয়ে যায় চিটাগং ভাইকিংস।
এই জয়ে ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে বিপিএল শেষ করেছে সিলেট। সমান ম্যাচে চিটাগংয়ের পয়েন্ট ১৪।
টস হেরে ব্যাট করতে নেমে সিলেট শুরুতেই হারায় আফিফ হোসেনকে। তারপর হার্ডাস ভিলিওন ফিরিয়ে দেন জেসন রয়কে। ৩৭ রানে ২ উইকেট হারানোর পর আন্দ্রে ফ্লেচার ও সাব্বির রহমান পথ দেখালেন। তৃতীয় উইকেটে দুজন গড়েন ৬৫ রানের জুটি। ২৫ বলে ৩২ রান ফিরেন সাব্বির।
এরপর মোহাম্মদ নওয়াজ ১৯ বলে তিন ছক্কা ও দুই চারে করেন ৩৪ রান। আর ফ্লেচার অাউট ৫৩ বলে ৬৬ রানে। এই ক্যারিবীয় ওপেনারের ব্যাটেই বড় পুঁজি পায় সিলেট।
২৯ রানে ৪ উইকেট নেন চিটাগংয়ের দক্ষিণ আফ্রিকান পেসার ভিলিওন। অফ স্পিনার নাঈম ১৪ রানে নেন ১ উইকেট।
জবাব দিতে নেমে ব্যর্থতা সঙ্গী হয় চিটাগংয়েও। সুযোগ পেয়ে এবারো কাজে লাগাতে পারলেন না মোহাম্মদ আশরাফুল। কোন রান না করেই আউট তিনি। দ্রুত ফিরেন ক্যামেরন ডেলপোর্টও।
এরমধ্যে মোসাদ্দেক হোসেন করেন ১৫ বলে ২৫ রান। দশম ওভারে কাপালির বলে মোসাদ্দেক দ্বিতীয় ছক্কা হাঁকানোর সময় লংঅফে ফিল্ডিং করছিলেন তাসকিন। কিন্তু পা সীমানা দড়িতে পড়লে মচকে যায় তার বাম গোড়ালি। এরপরই এই পেসারকে নেওয়া হয় হাসপাতালে।
ম্যাচে যা একটু লড়লেন মুশফিকুর রহীম। চিটাগং অধিনায়ক ৩২ বলে করেন ৪৮ রান। আর দল শেষ ৪ উইকেট হারায় মাত্র ৭ রানে।
পেসার ইবাদত হোসেন ১৭ রানে শিকার করেন ৪ উইকেট। ক্যারিয়ারে প্রথমবারের মতো পেলেন চার উইকেট। ওয়েইন পার্নেল ২ উইকেট পেয়েছেন ২২ রানে। তবে ম্যাচসেরা এবাদত।
সংক্ষিপ্ত স্কোর-
সিলেট সিক্সার্স: ২০ ওভারে ১৬৫/৫ (ফ্লেচার ৬৬, আফিফ ১, রয় ১১, সাব্বির ৩২, নওয়াজ ৩৪, জাকের ৮*, পার্নেল ২*; ভিলিওন ৪/২৯, ১/১৪)
চিটাগং ভাইকিংস: ১৮.৩ ওভারে ১৩৬/১০ (ডেলপোর্ট ২, আশরাফুল ০, ইয়াসির ২৭, মুশফিক ৪৮, মোসাদ্দেক ২৫, রাজা ৫, শানাকা ৭, ভিলিওন ১৫, নাঈম ০*, আবু জায়েদ ৫, খালেদ ০; তাসকিন ১/১০, ইবাদত ৪/১৭, পার্নেল ২/২২, নওয়াজ ১/৩৪, কাপালি ১/২৫)
ফল: সিলেট সিক্সার্স ২৯ রানে জয়ী
ম্যাচসেরা: এবাদত হোসেন
Discussion about this post