ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দুই দলের জন্যই ছিল বাঁচা-মরার লড়াই। হারলেই বিদায়- সমীকরণে মুখোমুখি হয়ে চুপসে গেল চিটাগং ভাইকিংস। এলিমিনেটর ম্যাচে ঢাকা ডায়নামাইটস সোমবার হারিয়ে দিয়েছে তাদের। বল-ব্যাট হাতে দুর্দান্ত দলকে জয় এনে দিয়েছেন সুনিল নারাইন। আর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে বিদায় নিয়েছে মুশফিকুর রহীমের চিটাগং।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ডু অর ডাই ম্যাচে ২০ হাতে রেখেই অনায়াসে ৬ উইকেটে জিতেছে ঢাকা। এর আগে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে চিটাগং করে ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ১৩৫ রান।
অসাধারণ ক্রিকেটের পসরা সাজিয়েছিলেন নারাইন। শুরুতে ১৫ রান খরচায় নেন ৪ উইকেট। এরপর ব্যাট হাতে ১৬ বলে ৬ চার ও ১ ছক্কায় করেন ৩১ রান। দুর্দান্ত খেলেন উপুল থারাঙ্গাও। তার ব্যাটে ৪৩ বলে ৭ চারে ৫১ রান।
অবশ্য মিরপুরের পিচ ব্যাটসম্যানদের সহায়ক না, সেটা আগেই দেখা গেছে। এদিন টস জিতে চিটাগং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহীম প্রথমেই নিয়েছেন ব্যাটিং। তবে ওপেনার ক্যামেরন ডেলপোর্ট দুর্দান্ত খেলেছেন। তবে আরেক ওপেনার ইয়াসির আলি (৮) ফিরেন দ্রুত।
সাদমান ইসলামকে নিয়ে ডেলপোর্ট বেশ লড়েছেন। ডেলপোর্টের ২৭ বলে ৩৬ রানের ইনিংস শেষ হয় দৃষ্টিকটু এক রান আউটে। এরপর ফিরে যান অধিনায়ক মুশফিকও। তারপর আর পথ খুঁজে পায়নি দল।
সাদমান ১৯ বলে ২৪ রান করেন। এরপর দাসুন শানাকা ও রবি ফ্রাইলিঙ্ক পথ খুঁজে পাননি। তবে মোসাদ্দেক হোসেন ৩৫ বলে করেন ৪০ রান।
জবাবে নেমে উপুল থারাঙ্গা ও নারাইন পথ দেখিয়েছেন দলকে। ৪ ওভারেই ৪৪ তুলে ফেলেন দু’জন। ৪৩ বলে ৫১ রান করেন থারাঙ্গা। আর নারাইন ৩১। অবশ্য সাকিব ফিরেন কোন রা না করেই। তবে পোলার্ড আর নুরুল হাসান সোহান মিলে দলকে নিয়ে যান জয়ের বন্দরে।
এই জয়ের পর এখন সাকিবের দল মুখোমুখি হবে কুমিল্লা-রংপুর ম্যাচের বিজিত দলের সঙ্গে। সেই ম্যাচে জিতলেই মিলবে বিপিএল ফাইনালের টিকিট।
সংক্ষিপ্ত স্কোর-
চিটাগং ভাইকিংস: ২০ ওভারে ১৩৫/৮ (ইয়াসির ৮, ডেলপোর্ত ৩৬, সাদমান ২৪, মুশফিক ৮, মোসাদ্দেক ৪০, শানাকা ৭, ফ্রাইলিঙ্ক ১, ভিলিওন ১, নাঈম ৬*, আবু জায়েদ ১*; রাসেল ২-০-২১-০ সাকিব ৪-০-১১-০, রুবেল ৩-০-২৭-১, শুভাগত ২-০-১৩-০, নারাইন ৪-০-১৫-৪, মাহমুদুল ১-০-১০-০, অনিক ৪-০-৩৬-১)।
ঢাকা ডায়নামাইটস: ১৬.৪ ওভারে ১৩৬/৪ (থারাঙ্গা ৫১, নারাইন ৩১, রনি ২০, সাকিব ০, সোহান ২০*, পোলার্ড ৭*; ফ্রাইলিঙ্ক ১-০-১৩-০, নাঈম ৩-০-২৮-১, আবু জায়েদ ৩-০-২২-০, ভিলিওন ৪-০-৩৩-০, খালেদ ৪-১-২০-৩, ডেলপোর্ত ১-০-১১-০, শানাকা ০.৪-০-৬-০)।
ফল: ঢাকা ডায়নামাইটস ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরা: সুনিল নারাইন
Discussion about this post