আশঙ্কাটাই সত্য হল। বলা হচ্ছিল শেষ মুহুর্ত পর্যন্ত অপেক্ষা করা হবে সাকিব আল হাসানের জন্য। কিন্তু বিসিবির চিকিৎসক কোন সবুজ সঙ্কতে দিলেন না। আঙ্গুলের ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় আপাতত এ অলরাউন্ডারকে থাকতে হচ্ছে মাঠের বাইরে। এ কারণেই তাকে ছাড়াই শুক্রবার সিলেট পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল।
শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকায় খেলা দলটি নিয়েই চা-এর শহরে গেল দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববারের টি-টুয়েন্টিতেও দলকে নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ। ইনজুরির কারণে প্রথম টি-টোয়েন্টি ছিলেন না তামিম ইকবাল। তবে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টুয়েন্টিতে খেলতে পারবেন এ ওপেনার।
ত্রিদেশীয় ও টেস্ট সিরিজ হাতছাড়া হওয়ার পর ২০ ওভারের ক্রিকেটে ঝড় তুলতে চেয়েছিল দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার সৌম্য সরকার ও মুশফিকুর রহিমের ব্যাটিং নৈপুণ্যে লড়াইয়ে রেকর্ড পুঁজি পায় স্বাগতিকরা। কিন্তু বোলারদের ছন্নছেড়া পারফরম্যান্সে সেই ম্যাচ ২০ বল আগেই হেরে বসে মাহমুদউল্লাহর দল। সেই যন্ত্রণা নিয়েই দল গেল সিলেটে।
ইতিহাস জানাচ্ছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে কখনও খেলেনি বাংলাদেশ। এরই মধ্যে এ মাঠে হয়েছে ৬টি টি-টুয়েন্টি ম্যাচ। ২০১৪ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপের ‘বি’ গ্রুপের প্রথম রাউন্ডের ম্যাচগুলো হয়েছিল এই মাঠে। নতুন ভেন্যুতে প্রথম লক্ষ্য ম্যাচ জেতা। এটা না হলে হোয়াইটওয়াশের লজ্জায় পড়তে হবে দলকে।
দ্বিতীয় টি-টুয়েন্টির বাংলাদেশ দল
তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, আবু হায়দার, আবু জায়েদ, আরিফুল হক, মেহেদি হাসান, জাকির হাসান, আফিফ হোসেন, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু।
Discussion about this post