ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
লো স্কোরিং ম্যাচ অনেক সময় ম্যাচে নিয়ে ফিরিয়ে দেয় উত্তেজনা। কিন্তু ১২৮ রান পুঁজি নিয়েও খুলনা টাইটানস এমন অনায়াস জয় পাবে আঁচ করা যায়নি। যে দলটি ঢাকায় চার ম্যাচের চারটিতেই হেরেছে তারাই কীনা সিলেটে প্রথম ম্যাচেই বাজিমাত করল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাহমুদউল্লাহ রিয়াদের দল জয়ে ফিরল। তাইজুল ইসলাম ও মাহমুদউল্লাহর স্পিন পঞ্চম ম্যাচে এসে জিতল খুলনা।
মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ষষ্ঠ বিপিএলে সিলেট পর্বের উদ্বোধনী ম্যাচে রাজশাহী কিংসকে ২৫ রানে হারিুয়েছে খুলনা টাইটানস। এবারের লড়াইয়ে পাঁচ ম্যাচে তৃতীয় হার দেখল রাজশাহী।
ঢাকার পর সিলেটেও অবশ্য দেখা নেই দর্শকের। এমন কী রান খরাও চলছেই। উইকেট স্লো, দুই দলের ব্যাটসম্যানরাই রান তুলতে সংগ্রাম করলেন এই উইকেটে। খুলনার পর রাজশাহীর ব্যাটসম্যা্নরাও রান তুলতে পারলেন না। খুলনা প্রথমে ব্যাট করতে নেমে করে ১২৮ রান। জবাব দিতে নেমে ১ বল বাকী থাকতেই রাজশাহী অলআউট ১০৩ রানে।
মঙ্গলবার পল স্টার্লিংকে একাদশের বাইরে রেখেই নামে খুলনা। জুনায়েদ সিদ্দিক ও জহুরুল ইসলাম করেন ইনিংসের সূচনা। ৬ বলে ১৩ করে ফিরে যান জহুরুল। আর জুনায়েদ ফিরেন ১৪ রানে। ডাভিড মালান, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত ব্যর্থ। কার্লোস ব্র্যাথওয়েট ৮ রানে ফিরেন। আরিফুল হক ২৭ বলে তুলেন ২৬।
জবাব রাজশাহী উইকেটে রান তুলতেই পারছিল না। লরি ইভান্সের পর মুমিনুল হক, সৌম্য সরকার দ্রুত ফিরে যান।
অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ১৬ বলে ২৩। ম্যাচে কার্লোস ব্র্যাথওয়েট নিয়েছেন ৪ ক্যাচ। এটিই বিপিএলে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড।
সংক্ষিপ্ত স্কোর-
খুলনা টাইটানস: ২০ ওভারে ১২৮/৯ (জহুরুল ১৩, জুনায়েদ ১৪, মালান ১৫, মাহমুদউল্লাহ ৯, শান্ত ১১, ব্র্যাথওয়েট ৮, আরিফুল ২৬, ভিসা ১৩, তাইজুল ০, শরিফুল ২*, জুনাইদ ১*; রাব্বি ৩-০-১৬-০, উদানা ৪-০-৩৬-২, মিরাজ ৪-০-২১-২, মুস্তাফিজ ৪-০-২১-১, সানি ৪-০-২৫-২, সৌম্য ১-০-৬-০)।
রাজশাহী কিংস: ১৯.৫ ওভারে ১০৩ (মুমিনুল ৭, ইভান্স ০, মিরাজ ২৩, সৌম্য ২, ডেসকাট ১৩, জাকির ৭, ইয়োঙ্কার ১৫, উদানা ৬, সানি ১৫, রাব্বি ১৩, মুস্তাফিজ ০*; জুনাইদ ৩.৫-০-২৬-৩, ভিসা ৩-০-২৮-১, তাইজুল ৪-০-১০-৩, মাহমুদউল্লাহ ৪-১-১২-২, মালান ৪-০-২১-০, শরিফুল ১-০-৪-০)
ফল: খুলনা টাইটানস ২৫ রানে জয়ী
ম্যাচসেরা: তাইজুল ইসলাম
Discussion about this post