ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দেশের মাটিতে দশ বছর পর ফিরেছে টেস্ট ক্রিকেট। পাকিস্তান দল যেন জেগে উঠেছে নতুন করে। শ্রীলঙ্কার বিপক্ষে মিলেছে সাফল্য। আগের দিন সেঞ্চুরি করেছিলেন দুই ওপেনার আবিদ আলি ও শান মাসুদ। সোমবার শতরান করলেন আজহার আলি ও বাবর আজম। তার পথ ধরে শ্রীলঙ্কার বিপক্ষে করাচি টেস্টে জয়ের সুবাস পাচ্ছে পাকিস্তান।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিন শেষে শ্রীলঙ্কা তুলেছে ৭ উইকেটে ২১২। জয়ের জন্য আরও চাই ২৬৪ রান, পাকিস্তানের প্রয়োজন মাত্র ৩ উইকেট।
এই টেস্টের এক ইনিংসে চার সেঞ্চুরি করে রেকর্ড গড়ল পাকিস্তান। কোনো দলের এক ইনিংসে চার ব্যাটসম্যানের সেঞ্চুরি আগেও ২০ বার দেখেছে টেস্ট ক্রিকেটে। এক ইনিংসে ৫ জনের সেঞ্চুরি আছে দুবার। কিন্তু ব্যাটিং অর্ডারের প্রথম চার ব্যাটসম্যানের শতক ১৪২ বছরের ইতিহাসে টেস্ট ক্রিকেটে হয়েছে মাত্র একবার। ২০০৭ সালে বাংলাদেশের বিপক্ষে ভারত এই কীর্তি গড়ে।
শতরান করেন দিনেশ কার্তিক, ওয়াসিম জাফর, রাহুল দ্রাবিড় ও চারে নামা শচীন টেন্ডুলকার।মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সেই রেকর্ডের পর এবার করাচিতে ঘটল তেমন ঘটনা। ইনিংসে ৫ ব্যাটসম্যানের সেঞ্চুরির যে দুটি নজির আছে, তার একটি বাংলাদেশের বিপক্ষেই গড়ে পাকিস্তান। ২০০১ সালে, মুলতানে হতাশায় ডুবে টাইগাররা।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান ১ম ইনিংস: ১৯১/১০
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ২৭১/১০
পাকিস্তান ২য় ইনিংস: ১৩১ ওভারে ৫৫৫/৩ ইনিংস ঘোষণা (আজহার ১১৮, বাবর ১০০*, রিজওয়ান ২১*; বিশ্ব ২৪-২-১০৫-০, কুমারা ২৯-৫-১৩৯-২, এম্বুলদেনিয়া ৫০-৩-১৯৩-১, দিলরুয়ান ২১-১-৯৪-০, ধনাঞ্জয়া ৭-০-১৯-০)।
শ্রীলঙ্কা ২য় ইনিংস: ৬০.১ ওভারে ২১২/৭ (করুনারত্নে ১৬, ফার্নান্দো ১০২*, কুসল ০, ম্যাথিউস ১৯, চান্দিমাল ২, ধনাঞ্জয়া ০, ডিকভেলা ৬৫, দিলরুয়ান ৫; শাহিন ১৪-৩-৫১-১, আব্বাস ১২-২-৩৩-১, নাসিম ১১.১-৩-৩১-৩, ইয়াসির ১৯-২-৮৪-১, হারিস ৪-০-১০-১)
Discussion about this post