তীরে এসে তরী ডুবলো! শেষ ওভারে ১১ রানের সমীকরণ মেলাতে পারল না বাংলাদেশ। কেশভ মহারাজের ওভারে ২ উইকেট হারিয়ে করতে পারল মাত্র ৬ রান।
প্রথম ২ বলে আসে ৪। তৃতীয় বলে বেরিয়ে এসে ছক্কার চেষ্টা করেন জাকের আলি অনিক। কিন্তু লংঅনে সহজ ক্যাচ নেন এইডেন মারক্রাম। বিপাকে পড়ে যায় বাংলাদেশ!
এরপরের বলে রিভিউ নিয়ে ব্যর্থ হয় দক্ষিণ আফ্রিকা। ইম্প্যক্ট বাইরে ছিল বলে বেঁচে যান রিশাদ হোসেন।
পঞ্চম বলে আউট হন মাহমুদউল্লাহ রিয়াদ। মহারাজের নিচু ফুলটসে ছক্কার চেষ্টায় লংঅনে মারক্রামের হাতে ধরা। ওভারের শেষ বলে সুযোগ ছিল তাসকিন আহমেদের সামনে। কিন্তু ফুলটস বলে ১ রান নেন।
সোমবার নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পেসারদের দারুণ বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১১৩ রানে আটকে দেয় বাংলাদেশ। রান তাড়ায় শেষ দিকে আর মেলেনি সমীকরণ। বাংলাদেশকে ১০৯ রানে থামিয়ে টানা তৃতীয় জয় তুলে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে দক্ষিণ আফ্রিকা।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১১৩/৬ (ডি কক ১৮, হেনড্রিকস ০, মারক্রাম ৪, স্টাবস ০, ক্লসেন ৪৬, মিলার ২৯, ইয়ানসেন ৫*, মহারাজ ৪*; তানজিম ৪-০-১৮-৩, তাসকিন ৪-০-১৯-২, মুস্তাফিজুর ৪-০-১৮-০, রিশাদ ৪-০-৩২-১, সাকিব ১-০-৬-০, মাহমুদউল্লাহ ৩-০-১৭-০)
বাংলাদেশ: ২০ ওভারে ১০৯/৭ (তানজিদ ৯, শান্ত ১৪, লিটন ৯, সাকিব ৩, হৃদয় ৩৭, মাহমুদউল্লাহ ২০, জাকের ৮, রিশাদ ০*, তাসকিন ১*; ইয়ানসেন ৪-০-১৭-০, রাবাদা ৪-০-১৯-২, বার্টমান ৪-০-২৭-০, মহারাজ ৪-০-২৭-৩, নরকিয়া ৪-০-১৭-২)
ফল: দক্ষিণ আফ্রিকা ৪ রানে জয়ী
Discussion about this post