বিশ্বকাপ বাছাইপর্বে একের পর এক জয় শুধু বাংলাদেশ নারী দলের আত্মবিশ্বাসই বাড়ায়নি, বদলে দিয়েছে আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের অবস্থানও। ব্যাট হাতে ধারাবাহিকতা আর বল হাতে নিয়ন্ত্রিত পারফরম্যান্সের স্বীকৃতি মিলেছে সর্বশেষ সাপ্তাহিক হালনাগাদে।
এই র্যাঙ্কিং আপডেটে সবচেয়ে বেশি আলোচনায় ওপেনার শারমিন আক্তার। আয়ারল্যান্ডের বিপক্ষে চাপের ম্যাচে ৫২ রানের ইনিংস খেলে দলের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। একটি ছক্কা ও পাঁচটি চারে সাজানো সেই ইনিংসের সুবাদে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় ২২ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৫তম স্থানে উঠে এসেছেন শারমিন, যা তার ক্যারিয়ারের সেরা অবস্থান। চলমান বাছাইপর্বে চার ইনিংসে ১৫৬ রান করে টুর্নামেন্টে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি।
শারমিনের পাশাপাশি উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে দিলারা আক্তারের র্যাঙ্কিংয়েও। নামিবিয়ার বিপক্ষে ২৫ ও আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৫ রান করে ৩৩ ধাপ এগিয়ে যৌথভাবে ৭০তম স্থানে উঠে এসেছেন তিনি। এই উন্নতির মধ্য দিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ব্যাটারদের শীর্ষ একশর তালিকায় জায়গা করে নিলেন এই ওপেনার।
বাংলাদেশ দলের ব্যাটারদের মধ্যে র্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে থাকলেও কিছুটা পিছিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা। চার ধাপ নেমে তিনি এখন ২২তম স্থানে। তবে দলে ধারাবাহিকতার প্রতীক হয়ে উঠেছেন সোবহানা মোস্তারি। শেষ দুই ম্যাচে ২৭ ও ৩০ রানসহ বাছাইপর্বে প্রতিটি ম্যাচেই অবদান রাখায় তিনি ১১ ধাপ এগিয়ে যৌথভাবে ৫২তম স্থানে উঠে এসেছেন। একই তালিকায় স্বর্ণা আক্তার ১৭ ধাপ এগিয়ে এখন ৮৩তম।
বল হাতে বাংলাদেশের সবচেয়ে বড় ভরসা রাবেয়া খান। নামিবিয়ার বিপক্ষে তিনটি এবং আয়ারল্যান্ডের বিপক্ষে একটি উইকেট নেওয়ার সুবাদে তিনি এক ধাপ এগিয়ে ১৪তম স্থানে উঠে এসেছেন। বাছাইপর্বের প্রথম চার ম্যাচে সাত উইকেট নিয়ে এই লেগ স্পিনার বাংলাদেশের বোলারদের মধ্যে সবার ওপরে অবস্থান করছেন।
নামিবিয়ার বিপক্ষে তিন উইকেট নেওয়ার পর ফাহিমা খাতুন ছয় ধাপ এগিয়ে ৩০তম স্থানে উঠেছেন। একই ম্যাচে চার উইকেট শিকার করা সানজিদা আক্তার মেঘলাও ছয় ধাপ উন্নতি করে ৫৪তম স্থানে অবস্থান করছেন। সুলতানা খাতুন ও ফারিহা তৃষ্ণাও সাম্প্রতিক পারফরম্যান্সের সুবাদে র্যাঙ্কিংয়ে এগিয়েছেন।
বিশ্ব ক্রিকেটের প্রেক্ষাপটে ব্যাটারদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি, আর বোলারদের তালিকায় প্রথম স্থানে রয়েছেন তার সতীর্থ অ্যানাবেল সাদারল্যান্ড। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস। বাংলাদেশের মধ্যে রাবেয়া খান দুই ধাপ এগিয়ে ২৮তম স্থানে উঠে অলরাউন্ডারদের তালিকায়ও সবার ওপরে আছেন।








Discussion about this post