ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অবশেষে চার বছর পর বৃহস্পতিবার বিকেলে ঢাকায় পা রেখেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
বাংলাদেশের বিপক্ষে এবার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এজন্য আজ বিকাল ৪টায় ঢাকায় পা রেখেছে তারা।
এবারের সিরিজে খেলা হচ্ছে না অস্ট্রেলিয়ার নিয়মিত সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চের। চোটের কারণে ছিটকে যাওয়ায় তাকে ছাড়াই বাংলাদেশে এসেছে অজিরা। এই সফরে অস্ট্রেলিয়া দলকে কে নেতৃত্ব দেবেন সেটাও এখনও জানায়নি অজিরা।
বাংলাদেশে তিনদিনের কোয়ারেন্টাইনে থাকবে অস্ট্রেলিয়া। এরপর থেকে তারা অনুশীলনে যোগ দিতে পারবে। প্রথম টি-টোয়েন্টি ৩ আগস্ট। দ্বিতীয় ম্যাচ হবে ৪ আগস্ট। একদিনের বিরতি দিয়ে ৬, ৭ ও ৯ আগস্ট মাঠে গড়াবে বাকি তিন ম্যাচ। সবগুলো ম্যাচই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হবে।
Discussion about this post