ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ টি-টুয়েন্টি দলে যুক্ত হলেন দুই অভিজ্ঞ ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ আর তাসকিন আহমেদ। বৃহস্পতিবার এক সংবাদ বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এরইমধ্যে চোটের কারণে বাংলাদেশ দল থেকে ছিটকে গেছেন ইয়াসির আলি চৌধুরী রাব্বি, শহিদুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন। এ অবস্থায় ১৫ জনের টি-টুয়েন্টি দল দাঁড়িয়েছে ১২ জনে। তার পথ ধরেই স্পিন বোলিং অলরাউন্ডার মিরাজ ও ডানহাতি পেসার তাসকিনকে ২০ ওভারের দলে নেওয়া হয়েছে।
এর আগে মেহেদী হোসেন মিরাজ ২০১৮ সালের ডিসেম্বরে খেলেছেন তার সবশেষ আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচ। চার বছর পর সংক্ষিপ্ত ফরম্যাটের জাতীয় দলে জায়গা পেলেন তিনি। তাসকিন চোট না ছাড়া সময়টাতে দলের সঙ্গেই আছেন।
ক্যারিবীয়দের বিপক্ষে ২ ও ৩ জুলাই প্রথম দুই টি-টোয়েন্টি হবে ডমিনিকায়। ৭ জুলাই গায়ানায় অনুষ্ঠিত হবে শেষ টি-টোয়েন্টি।
বাংলাদেশ টি-টুয়েন্টি দল-
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ।
টি-টুয়েন্টি সিরিজের সূচি
প্রথম টি-টুয়েন্টি: ২ জুলাই, রাত ১১.৩০ মিনিট (ডমিনিকা)
দ্বিতীয় টি-টুয়েন্টি: ৩ জুলাই, রাত ১১.৩০ মিনিট (ডমিনিকা)
তৃতীয় টি-টুয়েন্টি: ৭ জুলাই, রাত ১১.৩০ মিনিট (গায়ানা)
#সূচি বাংলাদেশ সময় অনুযায়ী
Discussion about this post