কঠিন পরিস্থিতির মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়া কাপের সূচি চিন্তায় ফেলে দিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজম্যান্টকে। গ্রুপ পর্বের দুই ম্যাচ খেলতে বাংলাদেশ ক্রিকেট দলকে যেতে হচ্ছে শ্রীলঙ্কা ও পাকিস্তানে। ২ হাজার ৭৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দুটি ম্যাচ। বিমানবন্দরে নানা সমস্যা তো আছেই। তাইতো চার্টার্ড ফ্লাইটে আসা-যাওয়ার ব্যবস্থা করল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
বৃহস্পতিবার বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস দিলেন এই খবর, ‘আমাদের প্রথম ম্যাচটা খেলে আবার লাহোরে যেতে হবে। যেতে হবে, কিছু করার নেই। ৩১ তারিখের পর ৩ তারিখ আরেকটা ম্যাচ। ভ্রমণ যাতে আরামদায়ক হয় এজন্য এসিসি সিদ্ধান্ত নিয়েছে চার্টার্ড প্ল্যানে আসা-যাওয়া করবে।’
এবারের এশিয়া কাপে গ্রুপ বি থেকে বাংলাদেশ প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে। ক্যান্ডিতে ৩১ আগস্ট লড়াই। দ্বিতীয় ম্যাচ খেলতে দল পাকিস্তানে যাবে। লাহোরে ৩ সেপ্টেম্বর সামনে আফগানিস্তান। এমন জার্নির কারণেই মিলল চার্টাড ফ্লাইট। হাইব্রিড মডেলে এশিয়া কাপ হচ্ছে।
জালাল ইউনুস বলছিলেন, ‘ট্রাভেলে তো ইমপ্যাক্ট (প্রভাব ফেলে) হয়। আমি মনে করি। এয়ারে ট্রাভেল করলে ২-৩ ঘণ্টা আগে যেতে হয়, লাগেজ নিয়ে যেতে হয়। মানসিক প্রস্তুতিরও ব্যাপার আছে। আর শ্রীলঙ্কা থেকে পাকিস্তান অনেক দূরে। যেহেতু এসিসির সিদ্ধান্ত আর সবাই অংশ নিচ্ছে, আমাদেরও মেনে নিতে হচ্ছে।’
সুপার ফোরে গ্রুপ ‘বি’ থেকে শ্রীলঙ্কা বি-১ ও বাংলাদেশ বি-২ হিসেবে বিবেচিত হচ্ছে। সুপার ফোরে উঠলেও বাংলাদেশ ৩ ম্যাচ খেলবে দুই দেশে। সুপার ফোরে উঠতে পারলে বাংলাদেশের প্রথম ও শেষ ম্যাচ হবে কলম্বোতে, দ্বিতীয় ম্যাচটি হবে লাহোরে।
আগামী ৩০ আগস্ট মুলতানে এ গ্রুপ থেকে পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। ৩ সেপ্টেম্বর এ গ্রুপের অন্য দল ভারত খেলতে নামবে। ক্যান্ডিতে তাদের প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী পাকিস্তান। কলম্বোতে টুর্নামেন্টের ফাইনাল ১৭ সেপ্টেম্বর।
এশিয়া কাপের চূড়ান্ত সূচি
গ্রুপ-এ গ্রুপ-বি
পাকিস্তান, ভারত ও নেপাল বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান
তারিখ ম্যাচ ভেন্যু
৩০ আগস্ট পাকিস্তান-নেপাল মুলতান
৩১ আগস্ট বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্যান্ডি
২ সেপ্টেম্বর পাকিস্তান-ভারত ক্যান্ডি
৩ সেপ্টেম্বর বাংলাদেশ-আফগানিস্তান লাহোর
৪ সেপ্টেম্বর ভারত-নেপাল ক্যান্ডি
৫ সেপ্টেম্বর আফগানিস্তান-শ্রীলঙ্কা লাহোর
সুপার-ফোর
৬ সেপ্টেম্বর এ১-বি২ লাহোর
৯ সেপ্টেম্বর বি১-বি২ কলম্বো
১০ সেপ্টেম্বর এ১-এ২ কলম্বো
১২ সেপ্টেম্বর এ২-বি১ কলম্বো
১৪ সেপ্টেম্বর এ১-বি১ কলম্বো
১৫ সেপ্টেম্বর এ২-বি২ কলম্বো
ফাইনাল
১৭ সেপ্টেম্বর সুপার ফোর ১-২ কলম্বো
Discussion about this post