ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
‘বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ’ দুই ম্যাচের এই টেস্ট সিরিজ খেলতে সোমবার দুপুরে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে শ্রীলঙ্কার পথে এদিন ঢাকা ছাড়বে মুমিনুল হকের দল। ২১ জনের স্কোয়াডের সঙ্গে কোচিং স্টাফ-সাপোর্ট স্টাফ ও বিসিবি অফিসিয়ালসহ ৪০ থেকে ৪১ জনের দল নিয়ে করোনাকালীন সময়ে এই সফরে যাবে টাইগাররা।
গত শুক্রবার শ্রীলঙ্কা সফরের জন্য গতকাল বিসিবি ২১ সদস্যের বড় স্কোয়াড ঘোষণা করে। সফরের সূচি অনুযায়ী বাংলাদেশ দলের নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। এ কারণেই বড় দল ঘোষণা করেছেন নির্বাচকরা।
১২ তারিখ শ্রীলঙ্কায় পৌঁছানোর পর তিনদিনের রুম কোয়ারেন্টাইন মুমিনুল হকদের। তারপরই শুরু মাঠের অনুশীলন। প্রস্তুতি ম্যাচ ১৭ থেকে ১৮ এপ্রিল। সফরের দুটি টেস্ট ক্যান্ডির অদূরে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম টেস্ট শুরু ২১ এপ্রিল, দ্বিতীয় টেস্ট শুরু ২৯ এপ্রিল থেকে।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানান, ‘আমাদের যেটা পরিকল্পনা রয়েছে প্রথম তিনদিন রুম কোয়ারেন্টাইন, তারপর অনুশীলন চলবে। এরপর আমাদের ক্রিকেটারদের মাঝেই একটা অনুশীলন ম্যাচের আয়োজন করা হয়েছে।’
ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার হিসেবে বাংলাদেশ দলের সঙ্গে নিয়মিত থাকেন সাব্বির খান।শ্রীলঙ্কা সফরে তার বদলে এই সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে যাবেন শাহরিয়ার নাফীস। বিসিবিতে যোগ দেওয়ার পর জাতীয় দলের সঙ্গে এটিই প্রথম সফর হতে যাচ্ছে তার।
শ্রীলঙ্কা সফরের বাংলাদেশের প্রাথমিক দল
মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ চৌধুরি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরি, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম, শুভাগত হোম চৌধুরি, শহিদুল ইসলাম, নুরুল হাসান সোহান।
Discussion about this post