স্বপ্ন দেখার অধিকার তো সবারই আছে। আর সেই স্বপ্ন যদি হয় দেশের প্রতিনিধিত্ব করার—তাহলে কোনো সীমাবদ্ধতা তা আটকে রাখতে পারে না। হুইলচেয়ারে বসেই এবার বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার সুযোগ এসেছে একদল সাহসী ক্রিকেটারের হাতে। প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপ, আর তাতেই বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর, পাকিস্তানের লাহোর ও ফয়সালাবাদে অনুষ্ঠিত হবে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট। অংশ নিচ্ছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, কেনিয়া, সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশ—মোট আটটি দেশ।
বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ মহসিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ‘এটি শুধু একটি খেলায় অংশগ্রহণ নয়, এটি আমাদের আত্মবিশ্বাস, আমাদের অস্তিত্ব, আমাদের মর্যাদা তুলে ধরার সুযোগ। এই প্রতিযোগিতা আমাদের জীবনের অন্যতম বড় সুযোগ। তবে এখনো আমাদের পাশে দাঁড়ায়নি কোনো স্পনসর বা সরকারি সহযোগিতা। দেশের হয়ে লড়াইয়ের আগে আমাদের দরকার সবার সম্মিলিত সহায়তা।’
বিশ্বকাপে অংশ নিতে প্রতিটি দল পাঠাবে ২১ সদস্যের স্কোয়াড-যার মধ্যে ১৫ জন খেলোয়াড়, ৫ জন কর্মকর্তা ও ১ জন আম্পায়ার থাকবেন। বাংলাদেশের স্কোয়াড গঠনের প্রস্তুতি শুরু হলেও আর্থিক অনিশ্চয়তা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
Discussion about this post