ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। এই খবরের আগেি্ক্ষ অবশ্য তিপূরণ আদায়ে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে গেলেন বাংলাদেশের সাবেক ক্রিকেট কোচ। গত বছরের শেষ দিক থেকে বন্ধ হয়ে গেছে বেতন। এ অবস্থায় আন্তর্জাতিক ক্রীড়া আদালত থেকে লঙ্কান বোর্ডে পাঠানো হয়েছে হাথুরুসিংহের দাবির তালিকা। চুক্তির শর্তের ক্ষতিপূরণের সঙ্গে এতে যুক্ত হচ্ছে ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার ক্ষতিপূরণ।
২০২০ সালের শেষ পর্যন্ত চুক্তি ছিল হাথুরুসিংহের। তার আগে চুক্তি বাতিল করলে শর্ত মতে হাথুরুসিংহেকে ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে বড় অঙ্কের অর্থ। ক্ষতিপূরণের অঙ্ক বাংলাদেশি মুদ্রায় ৪২ কোটি। এই টাকা হাথুরুকে দেবে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড?
২০১৭ সালের ডিসেম্বরে শ্রীলঙ্কার দায়িত্ব নেন হাথুরু। তার অধীনে টানা ব্যর্থতার পর ২০১৯ সালের আগষ্টে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে সাবেক পেসার রুমেশ রত্নায়েকেকে নিয়োগ দেয় শ্রীলঙ্কা। চাকরি না হারালেও কাজ পাচ্ছিলেন না তিনি।এরপর কোচ হন মিকি আর্থার।
তার রেশ ধরে এবার হাথুরুর সঙ্গে সম্পর্কের ইতি টেনেছে লঙ্কান বোর্ড।
Discussion about this post