এবার চাকরি হারাচ্ছেন থিলান সামারাবিরা। ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর দিয়ে জাতীয় দলের ব্যাটিং উপদেষ্টা হিসেবে যুক্ত হন শ্রীলঙ্কান এই সাবেক ক্রিকেটার। বেশ কয়েকবার মেয়াদ বাড়িয়ে জাতীয় দলের সঙ্গে রাখা হয় তাকে।কিন্তু এবার ক্রিকেটারদের আপত্তির মুখে বাংলাদেশ দলের ব্যাটিং উপদেষ্টার পদ থেকে সামারাবিরাকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তামিম=মুশফিক সঙ্গে ছিলেন তিনি। যদিও তার নৈপুন্য নিয়ে খুব একটা সন্তুষ্ট ছিল না বোর্ড। কিন্তু প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের অনুরোধে বারবার চুক্তির মেয়াদ বেড়েছে। এ অবস্থায় বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটি প্রধান আকরাম খান জানালেন, ‘আমরা সামারাবীরাকে আর রাখছি না। আসলে ওর কাজ নিয়ে নেগেটিভ ও পজিটিভ, দুই ধরনের মতই ছিল। শেষ পর্যন্ত আমরা ওকে সরিয়ে দিচ্ছি।’
জানা গেল নতুন ব্যাটিং উপদেষ্টা হিসেবে অস্ট্রেলিয়ার মার্ক ও’নীলকে নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি। এরইমধ্যে দুই পকত্ষের কথাও প্রায় চূড়ান্ত। মার্ক ও’নীলের বাবা বিখ্যাত ক্রিকেটার নর্ম ও’নীল। তার বাবা অস্ট্রেলিয়ার হয়ে ৪২ টেস্ট খেলছেন। তবে তার টেস্ট খেলার অভিজ্ঞতা নেইা।
প্রথম শ্রেণির ক্রিকেট খেলেই ক্রিকেট ক্যারিয়ারের শেষে তিনি নিউজিল্যান্ড ও ইংলিশ কাউন্টি দল মিডলসেক্সের সঙ্গে কাজ করেছেন। তাকে বাংলাদেশ দলের ব্যাটিং উপদেষ্টা হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি।
Discussion about this post