ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তার নাতি বিশ্বখ্যাত ক্রিকেটার। সবচেয়ে বড় কথা নাতির ক্যারিয়ার গড়ার পেছনেও রয়েছে বড় ভূমিকা। তার মৃত্যুর খবরটা তো আলোচিত হবেই। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের দাদী রেবেকা নাহার মারা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত বুধবার, ১৩ জানুয়ারি রাতে মাগুরা শহরের কেশব মোড়ে নিজ বাসায় মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
রেবেকা নাহারের আরেক নাতি জাতীয় দলের সাবেক ফুটবলার মেহেদি হাসান উজ্জ্বল। তিনিই গণমাধ্যমে জানান, দীর্ঘদিন বার্ধক্য জনিত নানা জটিলতায় ভুগছিলেন রেবেকা নাহার। মঙ্গলবার ঢাকার নিউরো সাইন্স হাসপাতাল থেকে মাগুরায় আনা হয় তাকে।
বৃহস্পতিবার বাদ যোহর মাগুরার সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠ প্রাঙ্গনে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। তবে সাকিব ওয়েস্ট ইন্ডিজ সিরিজে জাতীয় দলের ক্যাম্পে থাকায় জানাযায় যেতে পারেন নি সাকিব। তিনি জৈব সুরক্ষা বলয়ে আছেন। এখান থেকে বেরিয়ে সাধারণের সঙ্গে মেশাটা সহজ নয় তার।
মৃত্যুকালে রেবেকা নাহার দুই ছেলে ও তিন মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার নাতি সাকিব আল হাসান তো এক নামেই পরিচিত। ছোটবেলায় সাকিবকে ক্রিকেট খেলতে উৎসাহ দেন তিনি। তার মেয়ের সন্তান মেহেদি হাসান উজ্জ্বল এক সময় খেলেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলে।
Discussion about this post