প্রশংসা বন্যায় এখন ভেসে যাচ্ছেন মমিনুল হক। সেটাই অবশ্য স্বাভাবিক। চট্রগ্রাম টেস্টে ১৮১ রান। এরপর ঢাকায় ১২৬! সব মিলিয়ে সিরিজে গড় ১৮৮! রীতিমতো অবিশ্বাস্য! তাইতো ৫ ফুট ৩ ইঞ্চি উচ্চতার এই ব্যাটসম্যানের প্রশংসা অধিনায়ক মুশফিকুর রহীমের। মমিনুল বন্দনা তামিম ইকবালের মুখেও। বললেন, ‘ও স্বপ্নের মতো ব্যাট করেছে।’
বাংলাদেশের পক্ষে দুই টেস্টের সিরিজে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটা অবশ্য বৃষ্টির উৎপাতে করা হল না। ৩৭৯ রান করে সেই রেকর্ড হাবিবুল বাশারের। এই সিরিজে মমিনুল করলেন ৩৭৬! তাইতো নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম মাতলেন মমিনুল বন্দনায়। তার কথা, ‘দেখুন স্কোরই বলছে সিরিজে মমিনুল কেমন ব্যাটিং করেছে। সুযোগ নষ্ট করেনি। ক্রিজে এসে নিজেকে পিচের সঙ্গে মানিয়ে নেওয়ার চমৎকার গুণ রয়েছে তার। যখন দরকার নিজেকে গুটিয়ে নিয়েছে, আবার আলগা বল পেলে ছাড়েনি।বাংলাদেশের জন্য মমিনুল সত্যিই আগামী দিনের আশা। ভালো ব্যাটিংয়ের পুরস্কার ও পেয়েছে।’
অন্যদিকে শুক্রবার ঢাকা টেস্টেও শেষদিনে ব্যাট করতে না পেরেও হতাশ নন মমিনুল। বললেন, ‘দেখুন দিনের প্রথম বলেই তো আউটও হতে পারতাম। আসলে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।’
ঢাকা টেস্টেও সেরার সঙ্গে সিরিজ সেরাও হলেন মমিনুল। কেননা, তার ব্যাটিংই যে কিউইদেও সঙ্গে টেস্ট সিরিজ ড্রয়ের পথটা প্রস্বস্ত করেছে।
http://youtu.be/ML2CwyDqZi4
Discussion about this post