সামনেই বিশ্বকাপ মিশন। তার আগে আত্মবিশ্বাসটা বাড়িয়ে নেওয়ার অনুসঙ্গ পেয়ে গেছেন লিওনেল মেসি। এবারের মৌসুমে স্প্যানিশ লা লিগায় সর্বোচ্চ ৩৪ গোল করে পেলেন পিচিচি ট্রফি। এই ৩৪ গোলে ইউরোপিয়ান গোল্ডেন শু’ও পেলেন আর্জেন্টিনার এই মহাতারকা। পঞ্চমবার সোনার জুতো জিতে টপকে গেলেন রোনালদোকে।
এমনিতে ইউরোপিয়ান শীর্ষ পাঁচ লিগে প্রতি গোলের জন্য দেয়া হয় পাঁচ পয়েন্ট। দ্বিতীয় সারির লিগে এক গোলের জন্য ১.৫ পয়েন্ট। লা লিগায় ৩৪ গোল করা মেসির পয়েন্ট ৬৮। পর্তুগীজ লিগে সমান ৩৪ গোল করা বেনফিকার ইয়োনাসের পয়েন্ট ৫১। লিভারপুলের মোহামেদ সালাহ ৩২ গোল করেছেন।
লা লিগায় পঞ্চম পিচিচি জিতে মেসি ছাড়িয়ে গেছেন রিয়াল কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাসকে। তাঁর সামনে কেবল ছয়টি পিচিচি জেতা তেলেমো জারা। এবার মেসির সামনে বিশ্বকাপ। ১৪ জুন লড়াই শুরু রাশিয়ায়।
ইউরোপের সেরা দশ গোলদাতা
১. লিওনেল মেসি, বার্সেলোনা, ৬৮ পয়েন্ট (৩৪ গোল)।
২. মোহামেদ সালাহ, লিভারপুল, ৬৪ পয়েন্ট (৩২ গোল)।
৩. হ্যারি কেন, টটেনহ্যাম হটস্পার, ৬০ পয়েন্ট (৩০ গোল)।
৪, সিরো ইম্মোবিলে, লাজিও, ৫৮ পয়েন্ট (২৯ গোল)।
৪. ইকার্দি, ইন্টার মিলান, ৫৮ পয়েন্ট (২৯ গোল।
৪. রবার্ট লেভান্ডোভস্কি, বায়ার্ন মিউনিখ, ৫৮ পয়েন্ট (২৯ গোল)।
৭. এডিনসন কাভানি, পিএসজি, ৫৬ পয়েন্ট (২৮ গোল)।
৮. ক্রিস্টিয়ানো রোনালদো, রিয়াল মাদ্রিদ, ৫২ পয়েন্ট (২৬ গোল)।
৯. জোনাস বেনিফিকা, ৫১ পয়েন্ট (৩৪ গোল)।
১০. লুইস সুয়ারেজ, বার্সেলোনা, ৫০ পয়েন্ট (২৫ গোল)।
Discussion about this post